ভিভাটেক প্রযুক্তি মেলায় রোবটটি দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা
ভিভাটেক প্রযুক্তি মেলায় রোবটটি দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা

ফ্রান্সের প্রযুক্তি মেলায় এই রোবটে মজেছেন দর্শকরা

ফ্রান্সের প্যারিসে চলছে ‘ভিভাটেক টেকনোলজি স্টার্টআপস অ্যান্ড ইনোভেশন ফেয়ার’। গত বুধবার থেকে শুরু হওয়া এ প্রযুক্তি মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলায় বিভিন্ন দেশের স্টার্টআপ প্রতিষ্ঠান নিজেদের উদ্ভাবন তুলে ধরলেও দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে ফ্রান্সের ইনচ্যান্টেড টুলসের তৈরি একটি রোবট।

চেহারায় বিভিন্ন অঙ্গভঙ্গি করতে পারে রোবটটি।

মানুষের গড়নে তৈরি হলেও রোবটটির উচ্চতা বেশ কম। তবে আশপাশে কেউ কথা বললে সেদিকে তাকিয়ে চেহারায় বিভিন্ন অঙ্গভঙ্গি করতে পারে রোবটটি। এর ফলে দর্শকেরাও বেশ মজা পান। আর তাই তো মেলায় ইনচ্যান্টেড টুলের সামনে থাকা রোবটটি দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা।
সূত্র: এএফপি