১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ফোন বাজারে

অপোর নতুন ফোনের ঘোষণামঞ্চে সাকিব আল হাসান (ডানে)
অপোর নতুন ফোনের ঘোষণামঞ্চে সাকিব আল হাসান (ডানে)

যাঁরা ছবি তুলতে ভালোবাসেন, তাঁদের জন্য অপো রেনো–৮টি স্মার্টফোনটি হবে আদর্শ। কেননা এই ফোনে আছে ১০০ মেগাপিক্সেলে পোর্ট্রেট তোলার ক্যামেরা। গতকাল সোমবার রাতে রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন এ ফোন দেশের বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলেল অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় তিনি বলেন, নতুন এ ফোন ব্যবহারকারীদের সব চাহিদা পূরণ করবে। আর যাঁরা ছবি তুলতে ভালোবাসেন, তাঁদের জন্য ফোনটি অন্য মাত্রা যোগ করবে।

অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং অনুষ্ঠানে বলেন, ‘অপোর রেনো সিরিজ ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৭ কোটি ব্যবহারকারীর কাছে জনপ্রিয়তা পেয়েছে। রেনো–৮টি ফোর মূলত যাঁরা জীবনে নতুন কিছু অর্জনের চেষ্টা করে যাচ্ছেন, এমন শৈল্পিক চেতনাসম্পন্ন তরুণদের জন্য নকশা করা হয়েছে। হালকা ও নিখুঁত ডিজাইন, অত্যাধুনিক পোর্ট্রেট ক্যামেরা প্রযুক্তি এবং দীর্ঘস্থায়িত্বের সমন্বয় করা হয়েছে এই ফোনে। রেনো।’

অপো রেনো–৮ টি

অপোর পক্ষ থেকে জানানো হয়েছে, রেনো সিরিজের ফোনে এই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। এতে আছে ফাইবার গ্লাস-লেদার স্টিচ ডিজাইন। ৪৮ মাসের জন্য ফ্লুয়েন্সি প্রোটেকশন। ফোনটিতে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপো রেনো–৮টি কমলা ও কালো রঙে পাওয়া যাচ্ছে। ফোনের দাম ৩২ হাজার ৯৯০ টাকা। অপো রেনো–৮টির আগাম চাহিদা (প্রি-অর্ডার) জানানো যাচ্ছে। প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য উপহারও রয়েছে।