একসঙ্গে একাধিক আইফোন ও ট্যাবলেট কম্পিউটার চার্জ করতে পারে ফাইভ পোর্ট ডেস্কটপ ওয়্যারলেস চার্জার স্টেশন। এমবিটের তৈরি ওয়্যারলেস প্রযুক্তিসুবিধার এ চার্জার স্টেশনে একটি চার্জিং প্যাড ও পাঁচটি ইউএসবি পোর্ট রয়েছে। ফলে পরিবারের অন্য সদস্যদের আলাদা চার্জার ব্যবহার করতে হয় না।
একসঙ্গে পাঁচটি যন্ত্র চার্জ করার জন্য স্টেশনটিতে আলাদা জায়গা রয়েছে। ফলে চার্জারটি নির্দিষ্ট স্থানে রেখে পোর্টগুলোর সঙ্গে সংযোগ দিলেই চার্জ হতে থাকে আইফোন ও ট্যাবলেট কম্পিউটার। চার্জিং প্যাড থাকায় চাইলে তারের সংযোগ ছাড়াও আইফোন বা এয়ারপড চার্জ করা যায়।
কোনো যন্ত্র সংযোগ দিলেই স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করতে পারে চার্জার স্টেশনটি। শুধু তা–ই নয়, যন্ত্র চার্জ করার জন্য উপযোগী বিদ্যুৎও সরবরাহ করে। ফলে যন্ত্রের কোনো ক্ষতি হয় না। দাম ১১০ ডলার বা প্রায় ১০ হাজার ৩০০ টাকা।
সূত্র: ম্যাশেবল