দেশের বাজারে নতুন ফোন এনেছে শাওমি। মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স প্রসেসরে চলা ‘শাওমি রেডমি এটু প্লাস’ মডেলের এই ফোনের সামনে-পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার ৫ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে দ্রুত ভালো মানের ছবি তোলা যায়। সংস্করণভেদে ৩ ও ৪ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির দাম ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা এবং ১০ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
৬.৫২ ইঞ্চি এইচডি পর্দার ফোনে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। এ ছাড়া ১০ ওয়াটের চার্জার ব্যবহার করে দ্রুত চার্জও করা সম্ভব। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি কালো, হালকা সবুজ ও হালকা নীল রঙে পাওয়া যাচ্ছে।