ট্রাইবিট স্টর্মবক্স ব্লাস্টের তারহীন স্পিকার
ট্রাইবিট স্টর্মবক্স ব্লাস্টের তারহীন স্পিকার

গ্যাজেটস

ব্যাগের মতো দেখতে তারহীন পার্টি স্পিকার

বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে বেড়ানোর সময় তারহীন স্পিকার নিয়ে যান অনেকেই। উদ্দেশ্য একটাই, আশপাশে বিদ্যুৎ–সংযোগ না থাকলেও তারহীন স্পিকারের সাহায্যে ঠিকই গান শোনা যাবে। কিন্তু ভালোমানের তারহীন স্পিকারগুলোর আকার সাধারণত বড় হয়ে থাকে। ফলে স্পিকার নিয়ে যাওয়ার ঝক্কিও কম নয়। এ সমস্যা থেকে মুক্তি দেবে ট্রাইবিটের তৈরি স্টর্মবক্স ব্লাস্ট। ব্লুটুথ–প্রযুক্তি সমর্থন করায় যেকোনো মুঠোফোন থেকে তারের সংযোগ ছাড়াই গান বাজানো যায় স্পিকারটিতে।

ট্রাইবিট স্টর্মবক্স ব্লাস্ট মডেলের ৯০ ওয়াটের স্পিকারটির ওজন মাত্র ৫ কেজি। ব্যাগের আকৃতি হওয়ায় হাতলও রয়েছে স্পিকারটিতে। ফলে কারও সাহায্য ছাড়াই বহন করা যায়। পানিরোধক স্পিকারটিতে এলইডি থাকায় রাতের বেলায় গানের তালে তালে আলোও জ্বলে। টানা ৩০ ঘণ্টা ব্যাটারিতে চলতে সক্ষম স্পিকারটির দাম ২০০ ডলার।
সূত্র: হাওটুগিক ডটকম