আরব দেশের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত রোবট
আরব দেশের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত রোবট

দুবাইয়ের মেলায় আরব রোবট

সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত জিটেক্স গ্লোবাল প্রযুক্তি মেলায় আরব দেশের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত রোবটের দেখা মিলেছে। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলা এ মেলায় প্রদর্শিত প্রযুক্তিপণ্য ও সেবার পাশাপাশি বিভিন্ন রোবট দর্শনার্থীদের নজর কেড়েছে। মেলায় অংশ নেওয়া রোবটগুলো দেখে নেওয়া যাক।

কর্মী রোবট

প্রথম দেখায় ছবিতে থাকা রোবট চিনতে বেশ কষ্ট হবে অনেকের। খুব মনোযোগ দিয়ে দেখলেই কেবল বোঝা যাবে, ছবির বাঁয়ে থাকা কর্মীটি আসলে মানুষ নয়, রোবট। রোবটটির গড়ন, পোশাক ও চেহারা মানুষের মতো হওয়ায় স্পর্শ করে নিশ্চিত হচ্ছেন দর্শনার্থীরা।

অ্যামেকা রোবট

দর্শনার্থীদের সঙ্গে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলছে অ্যামেকা রোবট। দর্শনার্থীরাও মুগ্ধ হয়ে রোবটের কথা শুনছেন।
সূত্র: এএফপি