অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলন শুরুর আগে নিজেদের তৈরি কোয়েস্ট হেডসেটের নতুন মডেল আনার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এবার ১৩ সেকেন্ডের এক ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটটি পড়ে ফেসবুকের রিলসও (স্বল্পদৈর্ঘ্যের ভিডিও) দেখা যাবে। এরই মধ্যে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে মেটা।
ছোট আকারের ভিডিও তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রিলস ভিডিও। শুরুতে ইনস্টাগ্রামে রিলস–সুবিধা চালু করে মেটা। পরে ফেসবুকের জন্যও চালু করা হয়। নতুন এ সুবিধা চালু হলে ফেসবুকে আদান-প্রদান করা সব রিলস ভিডিও বিশাল পর্দাজুড়ে উলম্বভাবে দেখা যাবে। ফলে বর্তমানের তুলনায় রিলস ভিডিও স্বচ্ছন্দে দেখার সুযোগ মিলবে।
মেটার তৈরি কোয়েস্ট হেডসেটে পাতলা লেন্সসহ ট্র্যাকিং সেন্সর থাকায় চোখের নড়াচড়ার পাশাপাশি ব্যবহারকারীর চেহারার অভিব্যক্তিও শনাক্ত করতে পারে। ফলে ব্যবহারকারীর চেহারার অনুভূতি ভার্চ্যুয়াল দুনিয়ায় থাকা তাঁর অ্যাভাটারেও (চেহারার আদলে ছবি বা ইমোজি) দেখা যায়। শুধু তা–ই নয়, ভার্চ্যুয়াল দুনিয়ার বিভিন্ন বস্তু বা ছবি চারপাশে দেখতে পারেন ব্যবহারকারীরা।
মেটার তৈরি কোয়েস্ট হেডসেটের দাম ৪৯৯ ডলার। অপর দিকে আগামী বছরের শুরুতে বাজারে আসতে যাওয়া অ্যাপলের ‘ভিশন প্রো’ হেডসেটের দাম হবে ৩ হাজার ৪৯৯ ডলার। ফলে বাজারে আসার পর অ্যাপলের তৈরি হেডসেট কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: দ্য ভার্জ