পাওয়ার মিটার সুবিধার ইউএসবি-সি কেবল

চিপোফাই ইউএসবি-সি কেবল
 ছবি : আমাজন ডটকম

স্মার্টফোন, ল্যাপটপসহ বিভিন্ন যন্ত্রের ব্যাটারির ক্ষমতা কমে গেলেই আমরা দ্রুত চার্জ দিয়ে থাকি। নিয়মিত চার্জ দিলেও আমরা অনেকেই জানি না, যন্ত্রগুলোয় চার্জ দিতে কত বিদ্যুৎ খরচ হয়। সমস্যার সমাধান দেবে এলইডি পাওয়ার ডিসপ্লে সুবিধার ‘চিপোফাই ইউএসবি-সি কেবল’। স্মার্টফোন, ল্যাপটপসহ বিভিন্ন যন্ত্রে চার্জ দেওর সময় কত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, তা এলইডি পাওয়ার ডিসপ্লেতে প্রদর্শন করে এই কেবল।

সাড়ে ৬ ফুট দৈর্ঘ্যের চিপোফাই ইউএসবি-সি কেবলটি ১০০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে। চার্জ দেওর পাশাপাশি ডেটা কেবল হিসেবেও ব্যবহার করা যায় কেবলটি। দ্রুত চার্জ দিতে সক্ষম এই কেবল কিনতে গুনতে হবে ২৬ মার্কিন ডলার বা ২ হাজার ৪৪০ টাকা (প্রায়)।

তথ্যসূত্র: দ্য ভার্জ