যুদ্ধের ময়দানে ব্যবহারের পাশাপাশি চালকবিহীন ড্রোনের মাধ্যমে খাবার, ওষুধসহ পণ্য পরিবহন শুরু হয়েছে বেশ আগেই। তবে সেসব পণ্যের ওজন হয় বেশ কম। এবার সর্বোচ্চ দুই টন ওজনের পণ্য নিয়ে এক শহর থেকে অন্য শহরে ছুটে যাবে ড্রোন। শুনতে অবাক লাগলেও দুই টন ওজনের পণ্য পরিবহন করতে সক্ষম কার্গো ড্রোন তৈরি করেছে চীনের সিচুয়ান টেংডেন সায়েন্স-টেক ইনোভেশন।
পণ্য পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি বিশাল আকারের ড্রোনটিতে দুটি ইঞ্জিন থাকায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে উড়তে পারে। বিশাল আকারের এই কার্গো ড্রোনটি পরীক্ষামূলকভাবে গতকাল রোববার চীনের দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশের আকাশে প্রায় ২০ মিনিট উড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
৫২.৮ ফুট চওড়া ডানাযুক্ত ড্রোনটির উচ্চতা প্রায় ১৫ ফুট। ফলে বিশালাকার এই ড্রোনটি চার আসনের জনপ্রিয় সেসনা উড়োজাহাজের চেয়েও একটু বড়। পরীক্ষামূলক উড্ডয়নের পর শিগগিরই ড্রোনটি আনুষ্ঠানিকভাবে পণ্য পরিবহন করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স