গেমার ও কনটেন্ট নির্মাতাদের নতুন অভিজ্ঞতা দিতে পিএনওয়াই দেশের বাজারে পাঁচটি নতুন গ্রাফিকস কার্ড নিয়ে এসেছে। ডিএলএসএস–সমর্থিত এই গ্রাফিকস কার্ডগুলো ভালো মানের কুলিং দিতে সক্ষম। এ পাঁচটি কার্ড হলো—
পিএনওয়াই আরটিএক্স ৩০৫০ ৬ জিবি ভেরটো: এতে ২,৩০৪টি কুডা কোরের সঙ্গে রয়েছে ১০৪২ মেগাহার্টজ ক্লক স্পিড। এতে ১৪ জিবিপিএস গতিতে ৬ জিবি মেমোরি পাওয়া যাবে যা দিয়ে প্রাথমিক পর্যায়ের গেম অনায়াসে খেলা যায়। সর্বোচ্চ ৩টি মনিটর সমর্থন করে এই কার্ড। এতে আছে দুটি ফ্যান, কার্ডটি এনভিডিয়া জিসিঙ্ক সমর্থন করে। আউটপুট পোর্ট হিসেবে রয়েছে ডিসপ্লে ১.৪–এ, এইচডিএমআই ২.১, ডিভিআই-ডিএল। এর দাম ২৬ হাজার ৮০০ টাকা।
পিএনওয়াই আরটিএক্স ৪০৬০ টিআই ৮জিবি ভেরটো: ৮ জিবি জিডিডিআর৬এক্স মেমোরির সঙ্গে এই কার্ডের ক্লক স্পিড ২৩১০ মেগাহার্টজ। এতে কুডা কোর রয়েছে ৪,৩৫২টি। ৩ ফ্যানের এই আরজিবি কার্ডটি এফপিএস গেমিংয়ের ক্ষেত্রে দ্রুতগতি দেয়। গেম খেলা ও লাইভ ভিডিও স্ট্রিমিং করার জন্য গ্রাফিকস কার্ডটি বিশেষভাবে তৈরি। এনভিডিয়া অ্যাডা লাভলেস স্থাপত্যে তৈরি এই কার্ডটি গেমারদের জন্য আদর্শ। এর দাম ৬১ হাজার টাকা।
পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ সুপার ১২জিবি ভেরটো: ৩ ফ্যানের এই গ্রাফিকস প্রসেসিং ইউনিটে (জিপিউ) ওভারক্লকিং সুবিধা রয়েছে। এতে রয়েছে চতুর্থ প্রজন্মের টেনসর কোর এবং তৃতীয় প্রজন্মের রে ট্রেসিং কোর, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কার্যক্ষমতা বাড়ায়। ১২ জিবি জিডিডিআর৬এক্স মেমোরি, ৭,১৬৮টি কুডা কোর এবং ১,৯৮০ মেগাহার্টজ ক্লক স্পিড রয়েছে এই কার্ডে। লাইভ স্ট্রিমিং, এআই ভয়েস ও ভিডিও এবং গেমিংয়ের জন্য এটি আদর্শ। এটি ৪টি মনিটর সমর্থন করে। এর দাম ৮৯ হাজার ৫০০ টাকা।
পিএনওয়াই আরটিএক্স ৪০৭০ টিআই সুপার ১৬জিবি ভেরটো: স্ট্রিমিং এর ক্ষেত্রে মাল্টি প্রসেসর, ৪জেন টেনসর কোর এবং থার্ডজেন রে ট্রেসিং কোরের সমন্বয়ে এই কার্ডটির ক্লক স্পিড ২৩৪০ মেগাহার্জ। মেমোরি ১৬জিবি জিডিডিআর৬এক্স যার স্পিড ২১ জিবিপিএস। কার্ডটিতে ৮৪৪৮টি কুডা কোর রয়েছে। কার্ডে থাকা ১.৪এ ডিসপ্লে পোর্ট দিয়ে সর্বোচ্চ ৮কে তে ৬০হার্জ এবং ৪কে তে ২৪০হার্জ রেজল্যুশন পাওয়া যাবে। ভেলোসিটি নামক ওভারক্লকিং সফটওয়্যার দিয়ে গ্রাফিকস কার্ডটি ওভারক্লক করা যায়। মিনিমাম ৭০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে আরটিএক্স ৪০৭০ টিআই সুপার রান করে। এর দাম ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
পিএনওয়াই আরটিএক্স ৪০৮০ সুপার ১৬জিবি ভেরটো: এটি বাংলাদেশে পিএনওয়াইয়ের সর্বোচ্চ গতির গ্রাফিকস কার্ড। এর ক্লক স্পিড ২,২৯৫ মেগাহার্টজ ও কুডা কোর ১০,২৪০টি। ১৬ পিনের এই কার্ডে জিডিডিআর৬এক্স ১৬ জিবি মেমোরি রয়েছে। মাইক্রোসফট ডিরেক্টএক্স ১২ আলটিমেট সমর্থন থাকায় কার্ডটি গেম খেলার ক্ষেত্রে প্রাণবন্ত অভিজ্ঞতা দেয়। যাঁরা স্থাপত্য নকশা বা ত্রিমাত্রিক (থ্রিডি) মডেলিং নিয়ে কাজ করেন, তাঁদের জন্য কার্ডটি আদর্শ। এতে আছে তিনটি ফ্যান। এর দাম ১ লাখ ৭২ হাজার টাকা।
তিন বছরের ওয়ারেন্টি সুবিধাসহ পিএনওয়াই আরটিএক্স গ্রাফিক্স কার্ডগুলো পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির সব শাখা, ওয়েবসাইট ও অনুমোদিত পরিবেশকের কাছে।