অ্যামব্রেন গ্লেয়ারস স্মার্ট চশমা
অ্যামব্রেন গ্লেয়ারস স্মার্ট চশমা

গ্যাজেটস

চশমা এবার গান শোনাবে

সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখ বাঁচানোর পাশাপাশি মুঠোফোনে কথা বলার সুযোগ দেবে এ স্মার্ট চশমা। স্বচ্ছন্দে কথা বলার সুযোগ দিতে চশমার ফ্রেমের দুই পাশে স্পিকার ও মাইক্রোফোনও রয়েছে। অ্যামব্রেন গ্লেয়ারস নামের এ স্মার্ট চশমা তৈরি করেছে ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামব্রেন।

ব্লুটুথ সুবিধা থাকায় মুঠোফোনের সঙ্গে সহজেই সংযোগ করা যায় এ চশমা। ফলে ফোনকল করার পাশাপাশি চাইলে গানও শোনা সম্ভব। একবার চার্জ করলে টানা সাত ঘণ্টা এ সুবিধা মিলবে।

স্পর্শনির্ভর প্রযুক্তি সুবিধার চশমাটির ফ্রেম স্পর্শ করেই ফোনকল গ্রহণ, বাতিল বা গান চালু করা যায়। কালো রঙে বাজারে আসা স্মার্ট চশমাটির দাম ৪ হাজার ৯৯৯ রুপি বা ৬ হাজার টাকা (প্রায়)।
সূত্র: এনডিটিভি