বাংলাদেশের বাজারে ক্যামন সিরিজের নতুন স্মার্টফোন এনেছে টেকনো। ‘ক্যামন ৩০এস’ মডেলের ফোনটিতে শক্তিশালী হেলিও জি১০০ প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সামনেও রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। উন্নতমানের ক্যামেরার পাশাপাশি ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন সুবিধা থাকায় সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৭৮ ইঞ্চি এইচডি প্লাস বাঁকানো অ্যামোলেড পর্দার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্ডজ। ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে ছবি ও ভিডিও দেখা সম্ভব। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৩৩ ওয়াটের ফ্লাশ চার্জার থাকায় দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।
আইপি৫৪ সুবিধাযুক্ত ফোনটিতে পানি পড়লেও ক্ষতি হয় না। শুধু তা-ই নয়, ধুলাও জমে না ফোনটিতে। ৮ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ২৫৬ গিগাবাইট। আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধার ফোনটিতে চাইলে বাড়তি ৮ গিগাবাইট র্যামও যুক্ত করা যায়।