মানুষের কথা বুঝতে পারে রোবটটি
মানুষের কথা বুঝতে পারে রোবটটি

বললেই খাবার এনে দেবে রোবটটি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবটটি মানুষের মুখের কথা বুঝে সে অনুযায়ী কাজ করতে পারে। আর তাই খাবার আনার নির্দেশ দিলেই নির্দিষ্ট স্থানে খাবার নিয়ে হাজির হয়ে যায় রোবটটি। গুগলের রোবোটিকস ল্যাবের তৈরি রোবটটি খাবার নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারে। যুক্তরাষ্ট্রে গুগল কার্যালয়ে দেখা মিলেছে রোবটটির।

নির্দিষ্ট স্থানে খাবার নিয়ে হাজির হয় রোবটটি

রোবটটির গড়ন বেশ অদ্ভুত। খাবার সংগ্রহ বা পৌঁছে দেওয়ার জন্য রোবটটিতে রয়েছে লম্বা একটি হাত। কোনো কিছু ধরার জন্য হাতটিতে পাঁচটির বদলে দুটি আঙুল রয়েছে। লম্বা গড়নের রোবটটির নিচে চাকাযুক্ত বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়েছ। ভার্চ্যুয়াল চ্যাট বট যুক্ত থাকায় মানুষের কথা বুঝতে পারার পাশাপাশি আলাপও করতে পারে রোবটটি। প্রাথমিকভাবে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট কিছু কাজ করতে সক্ষম রোবটটি এখনই বিক্রির জন্য বাজারে আনবে না গুগল।
সূত্র: রয়টার্স