ইভ অ্যাকোয়া অ্যাপ
ইভ অ্যাকোয়া অ্যাপ

গ্যাজেটস

অ্যাপে চলে পানির কল

দূর থেকেই বাগান ও জমিতে থাকা পানির কল চালু বা বন্ধ করতে পারে ইভ অ্যাকোয়া। অ্যাপ নিয়ন্ত্রিত স্মার্ট যন্ত্রটি ব্যবহার পদ্ধতিও বেশ সহজ। পানির কলের মুখের কাছে আলাদা পাইপ লাগিয়ে যুক্ত করতে হয় যন্ত্রটি। এরপর আইফোনে থাকা হোম অ্যাপ বা ইভ অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে হয়।

যন্ত্রটিতে রয়েছে বিশেষ প্রযুক্তির চৌম্বক ভাল্‌ভ, যা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ভার্চুয়াল সহকারী সেবা ‘সিরি’–এর মাধ্যমে মুখের কথায়ও নিয়ন্ত্রণ করা যায় যন্ত্রটি। সরাসরি নিয়ন্ত্রণের জন্য যন্ত্রটিতে বাটনও রয়েছে। ফলে ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো যন্ত্রটি ব্যবহার করতে পারেন।
হোমকিট প্রযুক্তিনির্ভর যন্ত্রটি তৈরি করেছে ইভ সিস্টেমস। প্রতিষ্ঠানটির দাবি, যেকোনো স্থান থেকে নির্দেশ দিলেই পানির কল চালু বা বন্ধ করতে পারে ইভ অ্যাকোয়া। যন্ত্রটির দাম ১৫০ ডলার বা ১৪ হাজার ২০০ টাকা।
সূত্র: ম্যাকরিউমারস