মিজিয়া স্মার্ট অডিও গ্লাস
মিজিয়া স্মার্ট অডিও গ্লাস

গ্যাজেটস

গান শোনাবে এই স্মার্ট চশমা

গান শোনার পাশাপাশি মুঠোফোনে কথা বলার সুযোগ দেবে এ স্মার্ট চশমা। স্বচ্ছন্দে কথা বলার সুযোগ দিতে চশমাটির ফ্রেমের দুই পাশে স্পিকার ও মাইক্রোফোন রয়েছে। মিজিয়া স্মার্ট অডিও গ্লাস নামের চশমাটির ওজন মাত্র ৩৮ দশমিক ১ গ্রাম। চীনা টেলিযোগাযোগ পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমির তৈরি স্মার্ট চশমাটি ২৬ এপ্রিলের মধ্যে বাজারে আসবে।

স্মার্ট চশমাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার নয়েজ ক্যান্সেলিং সুবিধা থাকায় ভিড়ের মধ্যেও স্বচ্ছন্দে ফোনে কথা বলা যায়। শুধু তা–ই নয়, দুটি মাইক্রোফোন থাকায় ফোনকলের অপর প্রান্তে থাকা ব্যক্তিরাও স্পষ্টভাবে কথা শুনতে পারেন। শক্তিশালী ব্যাটারির সুবিধার স্মার্ট চশমাটি একবার চার্জ করলে টানা ২২ ঘণ্টা ব্যবহার করা যায়। স্মার্ট চশমাটির দাম ৭০০ ইউয়ান বা প্রায় সাড়ে ১২ হাজার টাকা।
সূত্র: গিজমোচায়না