ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এখন থেকে যত ধরনের বৈদ্যুতিক গ্যাজেট কেনাবেচা হবে সবগুলোতে ইউএসবি-সি পোর্টের চার্জার ব্যবহার করতে হবে। আগের মতো চিকন চিকন, ইউএসবি-টু কিংবা অন্য কোনো ধরনের পোর্টের চার্জার ব্যবহার করা যাবে না।
ইউরোপীয় ইউনিয়নের যেকোনো দেশে বিক্রীত গ্যাজেটের মধ্যে একটি বড় অংশে ইউএসবি-সি চার্জার ব্যবহার করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকা ২০২২/২৩৮০ অনুসারে সব গ্যাজেট নির্মাতাকে এই নিয়ম মানতে হবে। এই নির্দেশিকার প্রধান লক্ষ্য সবার জন্য সাধারণ চার্জিং সমাধান আনা, চার্জারসংক্রান্ত ই-বর্জ্য কমানো ও বাজারের বিভাজন কমিয়ে আনা। একই নির্দেশনায় ইউএসবি-সি চার্জার পোর্ট ব্যবহারের প্রয়োজনীয়তার পাশাপাশি ফাস্ট চার্জিং, একক ডিভাইসে চার্জার যুক্ত না করা ও উন্নত লেবেলিংসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের গ্যাজেট ব্যবহারকারীদের জীবনকে আরও সহজ করে তোলার জন্য নতুন নির্দেশিকা কাজ করবে।
ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ও ইইউ সংসদ ২০২২ সালের ৭ জুন সাধারণ চার্জিং সমাধানের বিষয়ে একটি অস্থায়ী চুক্তি করে। সেই বছরের অক্টোবরে আইনটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের অনুমতির পরেই ২০২৪ সালের ২৮ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশকে নির্দেশনাটি জাতীয় আইনের সঙ্গে একীভূত করার নির্দেশ দেওয়া হয়।
নতুন নির্দেশিকা অনুসারে সাধারণ চার্জিং সলিউশন বলতে বিভিন্ন রেডিও সরঞ্জাম হিসেবে সংজ্ঞায়িত যেকোনো কিছুতে ইউএসবি-সি চার্জার ব্যবহার করতে হবে। যেসব বৈদ্যুতিক পণ্য রেডিও তরঙ্গ নির্গত বা গ্রহণ করে যোগাযোগের উদ্দেশ্যে, সেখানে এমন চার্জার ব্যবহার করতে হবে। নির্দেশিকা অনুসারে মোবাইল ফোন, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, হেডফোন, হেডসেট, হ্যান্ডহেল্ড ভিডিও গেম কনসোল, পোর্টেবল স্পিকার, ই-রিডার, কি–বোর্ড, মাউস, পোর্টেবল নেভিগেশন সিস্টেম ও ইয়ারবাডে সি টাইপ চার্জার ব্যবহার করতে হবে। যেসব যন্ত্রে তার দ্বারা রিচার্জযোগ্য ও ১০০ ওয়াট পর্যন্ত চার্জ তার দিয়ে করতে হয়, সেখানে সি-টাইপ চার্জার ব্যবহার করতে হবে। এই নির্দেশিকা অনুসারে একটি প্লেস্টেশন ৫ যন্ত্রে সি-টাইপ চার্জার ব্যবহার করার প্রয়োজন নেই। প্লেস্টেশনে ৩৫০ ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। অন্যদিকে নিনটেন্ডো সুইচে টিভি মোডে ৬ ওয়াট পর্যন্ত পাওয়ারের প্রয়োজন হয়।
নতুন নির্দেশিকা অনুসারে আপাতত বিভিন্ন ল্যাপটপে ২০২৬ সালের ২৮ এপ্রিল সি-টাইপ না থাকলে ভিন্ন পোর্টের চার্জার ব্যবহার করা যাবে। অন্য কিছু পণ্য নিয়ে তেমন সরাসরি ঘোষণা দেওয়া হয়নি। তালিকায় ড্রোনের নাম নেই। একই সঙ্গে কোন ধরনের ডিজিটাল ক্যামেরার কথা বলা হচ্ছে, তা স্পষ্ট করা হয়নি। কমিশন জানিয়েছে, নিদের্শিকার বিভিন্ন ডিভাইসের তালিকা যতটা সম্ভব প্রাসঙ্গিক রাখা হয়েছে। তালিকা আপ-টু-ডেট রাখার লক্ষ্যে বাজারের উন্নয়ন, বিভাজন ও প্রযুক্তিগত অগ্রগতিকে ক্রমাগত মূল্যায়ন করা হবে।
আপাতত ওয়্যারলেস চার্জিংকে নির্দেশিকার আওতায় আনা হয়নি। কমিশন বলেছে, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারের ভবিষ্যৎ ভোক্তা ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব এড়াতে ভালো বিষয়টিকে অনুসরণ করবে কমিশন।
সূত্র: দ্য ভার্জ