মনের ভুলে চাবি হারিয়ে গেলেও ক্ষতি নেই, হাতের মুঠোয় থাকা স্মার্টফোন কাজে লাগিয়ে খোলা যাবে তালা। চাইলে দরজা লকও করা যাবে। ‘বোসমা এজিস স্মার্ট ডোর লক’ নামের এ তালাটি চাইলে ঘরের বাইরে থেকেও নিয়ন্ত্রণ করা যায়।
আকারে ছোট হলেও স্মার্টলকটির নিরাপত্তাব্যবস্থা বেশ উন্নত। লকটির বিভিন্ন স্থানে রয়েছে ছয়টি সেন্সর। আর তাই লকটি ভাঙতে গেলে বিপদসংকেত বাজতে থাকে এবং ব্যবহারকারীর স্মার্টফোনে সতর্কবার্তা চলে যায়। ফলে অবাঞ্ছিত কেউ ঘরে ঢুকতে পারে না। স্মার্টলকটির দাম ১১৯ ডলার বা ১১ হাজার ২৭০ টাকা (প্রায়)।
সূত্র: ম্যাশেবল