ডিজেআই আরএসথ্রি মিনি মডেলের গিম্বল
ডিজেআই আরএসথ্রি মিনি মডেলের গিম্বল

ডিজেআইয়ের নতুন গিম্বল

ছবি ও ভিডিও ধারণের সময় ক্যামেরা বা মুঠোফোন স্বয়ংক্রিয়ভাবে স্থির রাখতে গিম্বল ব্যবহার করেন অনেকেই। তবে আকারে বড় গিম্বলের ওজন বেশি হওয়ায় স্বচ্ছন্দে ব্যবহার করা যায় না। তাই আকারে ছোট এবং কম ওজনের গিম্বল তৈরি করেছে ডিজেআই।

ডিজেআই আরএসথ্রি মিনি মডেলের গিম্বলটিতে আকারে বড় ডিএসএলআর ক্যামেরাও যুক্ত করা যায়। প্রায় ৮০০ গ্রাম ওজনের এ গিম্বল পথচলার সময় স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা স্থির রাখে। শুধু তা-ই নয়, পেশাদার ভিডিওর বিভিন্ন সুবিধা সহজে ব্যবহারের সুযোগ দেওয়ায় ভালোমানের ভিডিও করা যায়।

১.৪ ইঞ্চি পর্দাযুক্ত গিম্বলটি থেকেই ক্যামেরার বিভিন্ন যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করা যায়। এক চার্জে টানা আড়াই ঘণ্টা চলতে সক্ষম গিম্বলটির দাম ৩৬৯ ডলার।
সূত্র: দ্য ভার্জ