প্রবীণদের ভারসাম্য রাখতে সাহায্য করা রোবট
প্রবীণদের ভারসাম্য রাখতে সাহায্য করা রোবট

গ্যাজেটস

প্রবীণদের ভারসাম্য রাখতে সাহায্য করা রোবট

বয়স বেশি হলে অনেক মানুষই ঠিকমতো হাঁটতে পারেন না। দাঁড়িয়ে থাকতেও বেশ কষ্ট হয় তাঁদের। আর এ কারণে হঠাৎ করে ভারসাম্য হারিয়ে পড়ে আঘাত পান তাঁরা। এ সমস্যা থেকে মুক্তি দেবে রোবটটি। ‘মি বাহ’ নামের এ রোবট তৈরি করেছেন সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং ট্যান টক সেং হাসপাতালের একদল গবেষক।

প্রবীণদের ভারসাম্য রাখতে সাহায্য করা রোবট

হুইলচেয়ারের আদলে তৈরি রোবটটি প্রয়োজন বুঝে রূপ বদল করতে পারে। অর্থাৎ হুইলচেয়ারের মতো পথচলার পাশাপাশি রূপ বদল করে সোজা হয়ে দাঁড়াতেও সাহায্য করে। সোজা হওয়ার পর বিভিন্ন সেন্সর কাজে লাগিয়ে বয়স্ক ব্যক্তিদের ভারসাম্যের ওপর নজর রাখতে থাকে রোবটটি। ভারসাম্য নষ্ট হতে দেখলেই সামনে থাকা ব্যক্তি পড়ে যাওয়ার আগেই তাঁদের ধরে ফেলে।

প্রবীণদের ভারসাম্য রাখতে সাহায্য করা রোবট

পাঁচ দিনে ২৯ জন বয়স্ক রোগীর ওপর রোবটটি কার্যকারিতা পরখ করা হয়েছে। পতন ঠেকানোর পাশাপাশি রোগীদের বসতে, দাঁড়াতে এবং হাঁটতেও সফলভাবে সহায়তা করেছে রোবটটি।

সূত্র: ডেইলিমেইল