মুখের কথাবার্তা ক্যাপশন আকারে প্রদর্শন করতে পারে সানগ্লাসটি
মুখের কথাবার্তা ক্যাপশন আকারে  প্রদর্শন করতে পারে সানগ্লাসটি

মুখের কথা দেখা যাবে সানগ্লাসেই

অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তিনির্ভর সানগ্লাসটি স্মার্টফোনের কথোপকথনও প্রদর্শন করতে পারে

মুখের কথাবার্তা ক্যাপশন আকারে দেখা যাবে ‘এক্সআরএআই গ্লাস’ নামের সানগ্লাসে। স্মার্টফোনের কথোপকথনও পড়ার সুযোগ দেয় অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তিনির্ভর এই রোদচশমা। ফলে কানে কম শোনা বা বধির ব্যক্তিরা আশপাশে থাকা ব্যক্তিদের কথোপকথন সানগ্লাসে পড়তে পারেন।

সানগ্লাসটি তৈরি করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এক্সআরএআই গ্লাস’। অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির দাবি, সানগ্লাসটি কথাকে লেখায় রূপান্তর করে কথোপকথনের তথ্য প্রদর্শন করে। এ জন্য মাইক্রোফোনও রয়েছে সানগ্লাসটিতে। কথোপকথন ধারণের পর অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির সাহায্যে তাৎক্ষণিক সানগ্লাসে ক্যাপশন দেখানো হয়।

সানগ্লাসটিতে রয়েছে দুটি কাচ

এই সানগ্লাসে দু্ই স্তরে আছে দুটি কাচ। ওপরে থাকা কাচটি রোদ থেকে চোখ রক্ষা করে। ভেতরের কাচটিতেই মূলত কথোপকথনের ক্যাপশন দেখানো হয়। সানগ্লাসটির দাম ৪০০ পাউন্ড বা ৪৬ হাজার ৩০০ টাকা।

সূত্র: মেইল অনলাইন