সনির এসআরএস-এক্সভি ৯০০ মডেলের পার্টি স্পিকার
সনির এসআরএস-এক্সভি ৯০০ মডেলের পার্টি স্পিকার

গ্যাজেটস

সনির তারহীন পার্টি স্পিকার

পিকনিকে বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে গান শোনেন অনেকেই। কেউ আবার গানের তালে তালে নাচেনও। কিন্তু এ জন্য বিশাল আকারের সাউন্ডবক্স নিয়ে যাওয়ার ঝক্কিও কম নয়। এ সমস্যা থেকে মুক্তি দেবে সনির এসআরএস-এক্সভি ৯০০ মডেলের পার্টি স্পিকার। ওয়্যারলেস ও ব্লু-টুথ প্রযুক্তি সমর্থন করায় যেকোনো মুঠোফোন থেকে তারের সংযোগ ছাড়াই গান বাজানো যায় স্পিকারটিতে।

এক চার্জে টানা ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় এ স্পিকার। চার্জ শেষ হলেও সমস্যা নেই, মাত্র ১০ মিনিট চার্জে তিন ঘণ্টা পর্যন্ত গান শোনাতে সক্ষম স্পিকারটিতে আরজিবি লাইট থাকায় রাতের বেলায় গানের তালে তালে আলোও জ্বলে। দাম ৯০০ ডলার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া