গ্যালাক্সি জেড ফোল্ড ৪
গ্যালাক্সি জেড ফোল্ড ৪

গ্যাজেটস

নতুন ভাঁজ করা স্মার্টফোন, স্মার্ট ঘড়ি ও ইয়ারবাডস দেখাল স্যামসাং

স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। বুধবার দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠানে নতুন ভাঁজ করা স্মার্টফোন, স্মার্ট ঘড়ি ও ইয়ারবাডস প্রদর্শন করেছে স্যামসাং। নতুন পণ্যগুলোর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো—

গ্যালাক্সি জেড ফোল্ড ৪

গ্যালাক্সি জেড ফোল্ড ৪

বড় পর্দার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি গ্যালাক্সি জেড ফোল্ড ৪ স্মার্টফোনটি ভাঁজ করে বা পুরো পর্দা ব্যবহার করা যায়। পর্দার অর্ধেক অংশে লেখা এবং বাকি অংশে ছবি দেখারও সুযোগ মিলে থাকে। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ১২ এল অপারেটিং সিস্টেমে চলা স্যামসাংয়ের প্রথম স্মার্টফোন। বড় পর্দার স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারের জন্য অ্যান্ড্রয়েডের বিশেষ সংস্করণটি তৈরি করেছে গুগল।
কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ৭/৫ ইঞ্চি পর্দার স্মার্টফোনটিতে রয়েছে ১২ গিগাবাইট র‍্যামসহ সর্বোচ্চ এক টেরাবাইট ধারণক্ষমতা। র‍্যাম ও ধারণক্ষমতার ভিন্নতা থাকায় স্মার্টফোনটি কিনতে গুনতে হবে কমপক্ষে ১ হাজার ৮০০ ডলার বা ১ লাখ ৭১ হাজার টাকা (প্রায়)।

গ্যালাক্সি জেড ফ্লিপ ৪

গ্যালাক্সি জেড ফ্লিপ ৪

কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা স্মার্টফোনটি সহজে ভাঁজ করে রাখা যায়। ফলে যাঁরা আকারে ছোট স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা স্মার্টফোনটি পছন্দ করবেন নিঃসন্দেহে। ৮ গিগাবাইট র‍্যামে চলা স্মার্টফোনটির সর্বোচ্চ ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট। র‍্যাম ও ধারণক্ষমতার ভিন্নতা থাকায় স্মার্টফোনটির দাম সর্বনিম্ন ১ হাজার ডলার বা ৯৫ হাজার টাকা (প্রায়)।

নতুন স্মার্ট ঘড়ি

স্মার্ট ঘড়ি

নতুন বায়ো-অ্যাকটিভ সেন্সর সুবিধার দুই স্মার্ট ঘড়ি উন্মুক্ত করেছে স্যামসাং। গ্যালাক্সি ওয়াচ ৫ এবং গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো মডেলের স্মার্টফোন দুটি সময় দেখানোর পাশাপাশি ব্যবহারকারীর হৃৎস্পন্দনের তথ্যসহ রক্তে অক্সিজেনের পরিমাণ জানাতে পারে। গ্যালাক্সি ওয়াচ ৫ ঘড়িটির দাম ২৮০ ডলার বা ২৬ হাজার ৬০০ টাকা (প্রায়)। গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো স্মার্ট ঘড়িটির দাম পড়বে ৪৫০ ডলার বা ৪২ হাজার ৭৬০ টাকা (প্রায়)।

ইয়ারবাডস

এয়ারবাডস

নিজেদের ব্লুটুথ ইয়ারবাডস হালনাগাদ করতে গ্যালাক্সি বাডস ২ প্রো উন্মুক্ত করেছে স্যামসাং। টানা ৩০ ঘণ্টা ব্যবহার উপযোগী ইয়ারবাডসটি কিনতে গুনতে হবে ২২৯ ডলার বা ২১ হাজার ৭৬০ টাকা (প্রায়)।
সূত্র: সিএনএন, এনডিটিভি