স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে স্মার্টযন্ত্রের বিভিন্ন সুবিধা যাচাইয়ে ক্রেতাদের আগ্রহও বাড়ছে। দামের পাশাপাশি বিভিন্ন সুবিধা বিবেচনায় নিয়ে তবেই ক্রেতারা স্মার্টফোন বা স্মার্টযন্ত্র কেনার সিদ্ধান্ত নেন। গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
কাউন্টার পয়েন্ট রিসার্চের সমীক্ষায় পাওয়া তথ্য অনুসারে, যেকোনো স্মার্টযন্ত্র কেনার সময় ভারতীয় ক্রেতারা সেই যন্ত্রের তিন ধরনের সুবিধা যাচাই করেন এবং সেসব সুবিধা বিবেচনায় নেওয়ার পরই যন্ত্রটি কেনার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। তথ্য বলছে, স্মার্টযন্ত্র বা স্মার্টফোন কেনার আগে ৭৬ শতাংশ ক্রেতা যন্ত্র বা ফোনের কার্যক্ষমতা কেমন হবে, তা বিবেচনায় নিয়ে থাকেন। ৬৬ শতাংশ ক্রেতা সবার আগে ভাবেন গেমিং আর গ্রাফিকস নিয়ে। ৬২ শতাংশ ক্রেতা স্মার্টফোন কেনার আগে ফোনটি ফাইভ–জি সমর্থিত কি না, তা বিবেচনায় নিয়ে থাকেন।
এ সমীক্ষায় বলা হয়, ৭৭ শতাংশ ভারতীয় ক্রেতা স্মার্টফোন কেনার আগে সবার আগে চিপসেট বা প্রসেসর কেমন, সেটি বিবেচনায় নেন। শুধু স্মার্টফোনই নয়, ল্যাপটপ কম্পিউটার, স্মার্ট টিভি কেনার ক্ষেত্রেও চিপসেটের বিষয়টি ক্রেতাদের ভাবনায় থাকে।
ক্রেতাদের চাহিদা বিবেচনায় এখন প্রায় সব স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের ফোনে উন্নত চিপসেট–সুবিধা যুক্ত করছে। প্রতিবেদনে বলা হয়, পরবর্তী প্রজন্মের ফাইভ–জি নেটওয়ার্কে রূপান্তরের এ সময়ে চিপসেটের ব্যবহার–অভিজ্ঞতাই ক্রেতাদের পণ্য কেনার বিবেচনায় পার্থক্য তৈরি করছে।
সূত্র: গ্যাজেটসনাউ