পেট কেটে অস্ত্রোপচার করতে পারে এই রোবট
পেট কেটে অস্ত্রোপচার করতে পারে এই রোবট

ছবিতে বিশ্ব রোবট সম্মেলন

চীনের বেইজিংয়ে চলছে ওয়ার্ল্ড রোবট সম্মেলন। আজ বুধবার শুরু হয়েছে এ সম্মেলন। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। পাঁচ দিনের এ সম্মেলনে মানুষের আদলে তৈরি রোবটসহ বিভিন্ন কাজের উপযোগী রোবটের দেখা মিলছে। সম্মেলনে দর্শকদের আগ্রহের শীর্ষে থাকা কয়েকটি রোবট দেখে নেওয়া যাক।

চীনা ভাষায় বিভিন্ন বার্তা লেখা কিছুটা জটিল। জটিল এ কাজই সহজে করে দেখাচ্ছে রোবটটি
রোবটের জন্য তৈরি মুখোশ। মুখোশটি এতই নিখুঁত যে পেছনে থাকা রোবটকে প্রথম দেখায় মানুষ ভেবে ভুল হতেই পারে
মানুষের মতোই হাঁটতে পারে রোবটটি (মাঝে)
কুকুরের আদলে তৈরি রোবট দেখছেন দর্শনার্থীরা
আশপাশে ফায়ার সার্ভিসের কর্মী না থাকলেও চিন্তা নেই। মানুষের সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভাতে পারে এই রোবট
ব্যথার ধরন বুঝে শরীর মালিশ করতে পারে এই রোবট