দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘ভি৪০ লাইট’ মডেলের ফোন এনেছে ভিভো। এআই ইরেজ ও এআই ফটো এনহ্যান্সমেন্ট সুবিধাযুক্ত ফোনটিতে ছবিতে থাকা অবাঞ্ছিত অংশ মুছে ফেলার পাশাপাশি পটভূমির সঙ্গে মিল রেখে স্বয়ংক্রিয়ভাবে আলোর উজ্জ্বলতা কমবেশি করা যায়। ফলে সহজেই ভালো মানের ছবি তোলা সম্ভব। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটিতে স্ন্যাপড্রাগনের শক্তিশালী প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্ডজ। ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে ছবি ও ভিডিও দেখা সম্ভব। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৮০ ওয়াটের ফ্লাশ চার্জিং প্রযুক্তিও রয়েছে, ফলে দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। ফোনটি পানিরোধী হওয়ায় বৃষ্টিতে ভিজলে নষ্ট হয় না। শুধু তা-ই নয়, ধুলাও জমে না ফোনটিতে। দুটি সংস্করণে বাজারে আসা ৮ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা ১২৮ ও ২৫৬ গিগাবাইট। দাম ধরা হয়েছে যথাক্রমে ২৮ হাজার ৯৯৯ টাকা ও ৩১ হাজার ৯৯৯ টাকা।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সরযুক্ত ফোনটি কেনার জন্য ৯ নভেম্বর পর্যন্ত অগ্রিম ফরমাশ দেওয়া যাবে। ফোনটি কিনলে উপহার হিসেবে পাওয়া যাবে ১ হাজার ৯৯৯ টাকা দামের রিরো ব্র্যান্ডের ওয়্যারলেস ইয়ারফোন। ৪ বছরের ব্যাটারি রিপ্লেসমেন্টের পাশাপাশি ১৮০ দিনের ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধাও পাওয়া যাবে।