ফ্লিপি রোবট
ফ্লিপি রোবট

বাবুর্চি রোবট

রেস্তোরাঁয় আসা অতিথিদের জন্য বার্গার বানানোর পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে পারে ফ্লিপি। চাইলে মাংসসহ বিভিন্ন পদও ভেজে দেয়। রেস্তোরাঁয় কাজ করতে উপযোগী এ রোবট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মিসো রোবোটিকস।

ফ্লিপি রোবট

মিসো রোবোটিকসের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থাকায় খাবার ঠিকমতো ভাজা হয়েছে কি না, তা বুঝতে পারে রোবটটি। সঠিক সময়ে স্বয়ংক্রিয়ভাবে তেল থেকে তুলে ফেলায় খাবারের মানও হয় ভালো। একটানা কাজ করতে সক্ষম এ রোবটের সাহায্যে দিনে ৩০০ বার্গার তৈরির পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাই ভাজা সম্ভব।

শুধু রেস্তোরাঁয় ব্যবহার উপযোগী রাঁধুনি রোবটটি বিক্রি নয়, ভাড়া দেবে মিসো রোবোটিকস। এ জন্য প্রতি মাসে গুনতে হবে তিন হাজার মার্কিন ডলার।
সূত্র: ডেইলিমেইল