‘গ্যালাক্সি এ৩৪ ফাইভ–জি’ এবং ‘গ্যালাক্সি এ৫৪ ফাইভ–জি’ মডেলের ফোন এনেছে স্যামসাং
‘গ্যালাক্সি এ৩৪ ফাইভ–জি’ এবং ‘গ্যালাক্সি এ৫৪ ফাইভ–জি’ মডেলের ফোন এনেছে স্যামসাং

দেশের বাজারে নতুন দুই ফাইভ-জি স্মার্টফোন

বাংলাদেশে ফাইভ–জি প্রযুক্তিসুবিধার নতুন দুই স্মার্টফোন এনেছে স্যামসাং। ‘গ্যালাক্সি এ৩৪ ফাইভ–জি’ এবং ‘গ্যালাক্সি এ৫৪ ফাইভ–জি’ মডেলের ফোন দুটিতে শক্তিশালী ক্যামেরা থাকায় দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ভালো মানের ছবিও তোলা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা গ্যালাক্সি এ৩৪ ফাইভ–জি মডেলের ফোনটির পর্দার আকার ৬.৬ ইঞ্চি। সুপার অ্যামোলেড সুবিধার এ পর্দার রিফ্রেশ রেট ১২০। ফলে স্বচ্ছন্দে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলা যায়। ফোনটির পেছনে ৪৮, ৮ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। তিনটি রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৪৯ হাজার ৯৯৯ টাকা।

গ্যালাক্সি এ৫৪ ফাইভ–জি মডেলের ফোনটিতে রয়েছে ১২০ রিফ্রেশ রেট–সুবিধার ৬.৪ ইঞ্চি এফএইচডি পর্দা। ফলে স্বচ্ছন্দে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলা যায়। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। শক্তিশালী ক্যামেরার পাশাপাশি ফোনটিতে ‘নাইটোগ্রাফি’ প্রযুক্তি থাকায় কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি চারটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৯৯৯ টাকা।

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেস বিভাগের প্রধান মো. মূয়ীদুর রহমান জানিয়েছেন, গ্যালাক্সি এ৩৪ ফাইভ–জি এবং গ্যালাক্সি এ৫৪ ফাইভ–জি মডেলের ফোন দুটিতে ফাইভ–জি সুবিধার পাশাপাশি সেরা মানের ক্যামেরা রয়েছে। আকর্ষণীয় নকশার ফোন দুটি ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।