ফিটবিট চার্জ ৫
ফিটবিট চার্জ ৫

গ্যাজেটস

ফোন হারালে খুঁজে দেবে ফিটবিট

ব্যবহারকারীর স্বাস্থ্যের হালনাগাদ তথ্য জানানোর পাশাপাশি ফোন হারালে খুঁজে দেবে ‘ফিটবিট চার্জ ৫’ মডেলের ফিটনেস ব্যান্ড। নতুন এ সুবিধা চালুর জন্য ফিটনেস ব্যান্ডটিতে ‘ফাইন্ড ফোন’ অপশনসহ নতুন অ্যাপ যুক্ত করেছে ফিটবিট।

নতুন এ সুবিধা পেতে ফিটনেস ব্যান্ডটিতে ১৭১.৫০ সংস্করণ ব্যবহার করতে হবে। এরপর স্লিপমোড চালুর আদলে ব্যান্ডটির স্ক্রিন ওপর থেকে নিচে নামালেই ‘ফাইন্ড ফোন’ অপশন দেখা যাবে। অপশনটিতে ক্লিক করলে সর্বোচ্চ ৩০ ফুট দূরে থাকা নির্দিষ্ট ফোনে রিং বাজতে থাকবে। ফোন নীরব করা থাকলেও সমস্যা নেই, রিং ঠিকই বাজবে। ফলে সহজে ফোনের অবস্থান জানা যাবে। তবে এ জন্য অবশ্যই ফোনে ব্লুটুথ সুবিধা চালু থাকতে হবে।

গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) সুবিধার ফিটবিট চার্জ ৫ মডেলের ফিটনেস ব্যান্ডটি ব্যবহারকারীর অবস্থান, শরীরের তাপমাত্রা জানানোর পাশাপাশি হৃৎকম্পনও পর্যবেক্ষণ করতে পারে। ব্যায়ামের সময় ক্যালরি খরচের তথ্যও জানায়। কিনতে গুনতে হবে ১৪৯ মার্কিন ডলার (১৪ হাজার টাকা)।

সূত্র: দ্য ভার্জ