গ্যাজেটস

এল অপোর নতুন স্মার্টফোন

বাংলাদেশে নতুন স্মার্টফোন এনেছে অপো। এফ ২১ এস প্রো মডেলের এই ফোনে ৮ গিগাবাইট র‍্যাম, ১২৮ গিগাবাইট রমসহ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর দাম ধরা হয়েছে ২৯ হাজার ৯৯০ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

৬.৪৩ ইঞ্চি পর্দার ফোনটির সামনে ৩২ এবং পেছনে ৬৪, ২ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সাড়ে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি–সুবিধার স্মার্টফোনটিতে সুপার চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়।

অপো বাংলাদেশের অনুমোদিত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যামন ইয়াং জানিয়েছেন, বাংলাদেশের ফোন ব্যবহারকারীরা ফ্যাশন সচেতন। নতুন এ ফোন তাদের চাহিদা পূরণ করবে। ভবিষ্যতেও ব্যবহারকারীদের কথা বিবেচনা করে নিজেদের উদ্ভাবনী পণ্য ও সেবা আনবে অপো।

উন্মোচন করা হলেও এখনই বাজারে পাওয়া যাবে না অপো এফ ২১ এস প্রো। তবে আগ্রহী ক্রেতারা ৯ অক্টোবর পর্যন্ত ফোনটি কেনার জন্য অগ্রিম নিবন্ধন করতে পারবেন। অগ্রিম নিবন্ধন করা ব্যক্তিদের উপহারের পাশাপাশি বেশ কিছু বাড়তি সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে অপো বাংলাদেশ।