পিক্সেল স্মার্টঘড়ি
পিক্সেল স্মার্টঘড়ি

গ্যাজেটস

যে স্মার্টঘড়িতে রাখা যাবে ৩২ গিগাবাইট তথ্য

স্মার্টঘড়িতে ৩২ গিগাবাইট ধারণক্ষমতা, শুনে অবাক লাগতেই পারে। তবে গুজব নয়, গুগলের পিক্সেল ঘড়িতে থাকছে চার গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট তথ্য ধারণের সুবিধা। এক্সিনোস–৯১১০ প্রসেসরে চলা স্মার্টঘড়িটিতে গুগল ম্যাপস, গুগল অ্যাসিস্ট্যান্টসহ গুগলের বিভিন্ন প্রযুক্তিসেবা ব্যবহারের সুযোগ মিলবে।

১১ মে নিজেদের ডেভেলপার সম্মেলন ‘গুগল আইও’তে স্মার্টঘড়িটির সফটওয়্যার কেমন হবে, সে সম্পর্কে ধারণা দিয়েছিল গুগল। গুগলের তথ্যমতে, ওয়্যার ওএস ৩-এর হালনাগাদ সংস্করণে চলা ঘড়িটিতে ফিটবিট ফিচার থাকবে, ফলে স্বাস্থ্যগত বিভিন্ন তথ্য জানা যাবে। এ বছরের শেষ নাগাদ ঘড়িটির দেখা মিলবে।