গ্যাজেটস

বহনযোগ্য সেলফি প্রিন্টার

সেলফি সিপি ১৫০০ প্রিন্টার
সেলফি সিপি ১৫০০ প্রিন্টার

আনন্দের মুহূর্ত ধরে রাখতে স্মার্টফোনে সেলফি তোলেন অনেকেই। কিন্তু এসব ছবি তাৎক্ষণিক প্রিন্ট করার সুযোগ না থাকায় বেশ ঝামেলায় পড়তে হয়। সমস্যা সমাধানে আকারে ছোট বহনযোগ্য প্রিন্টার তৈরি করেছে ক্যানন। ‘সেলফি সিপি১৫০০’ মডেলের প্রিন্টারটিতে ওয়াইফাই এবং ইউএসবি সুবিধা থাকায় একসঙ্গে একাধিক স্মার্টফোন থেকে সরাসরি ছবি প্রিন্ট করা যায়।

অ্যাপনিয়ন্ত্রিত প্রিন্টারটিতে স্বয়ংক্রিয়ভাবে ছবির উজ্জ্বলতা ও রং নিয়ন্ত্রণ সুবিধা থাকায় স্মার্টফোনে ছবি সম্পাদনার প্রয়োজন হয় না। ফলে মাত্র ৪১ সেকেন্ডে পোস্টকার্ড এবং ২৩ সেকেন্ডে ক্রেডিট কার্ড আকারের ছবি প্রিন্ট করা যায়। এসডি কার্ড এবং পেনড্রাইভ থেকেও ছবি প্রিন্ট করা যায় প্রিন্টারটিতে।

অ্যানড্রয়েড, আইওএস এবং আইপ্যাডওএস অপারেটিং সিস্টেমে চলা হালনাগাদ স্মার্টফোন, আইপ্যাড ও ডেস্কটপ কম্পিউটার থেকে ছবি প্রিন্ট করতে সক্ষম প্রিন্টারটির ওজন বেশ কম, মাত্র ৮৫০ গ্রাম। প্রিন্টারটি বাজারে আসবে সেপ্টেম্বরে, কিনতে গুনতে হবে ১৪ হাজার ২০০ টাকা (প্রায়)।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া