ডেভেলপারদের নিয়ে অ্যাপলের বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস ‘ডব্লিউডব্লিউডিসি’ ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বরাবরই আগ্রহ দেখা যায়। এ বছরও অ্যাপল নতুন কী পণ্য ও সেবার ঘোষণা দেয়, তা নিয়েও অপেক্ষায় ছিলেন তাঁরা।
গতকাল সোমবার রাতে প্রযুক্তিবিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি সম্মেলন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে আইওএস, ম্যাক ওএস, আইপ্যাড ওএস ও ওয়াচ ওএসের হালনাগাদ সংস্করণের পাশাপাশি এম ২ প্রসেসরে চলা নতুন ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো আনার ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
ম্যাকবুক এয়ার ও প্রোতে ব্যবহার করা হয়েছ লিকুয়িড রেটিনা ১৩ ইঞ্চি আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে সুবিধা। নকশায় তেমন কোনো নতুনত্ব না থাকলেও এম–২ প্রসেসর থাকায় আগের সংস্করণ থেকে ১৫ শতাংশ দ্রুত কাজ করবে নতুন ম্যাকবুক। ম্যাকবুক এয়ার ও প্রোতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জার সুবিধা থাকায় মাত্র ৩০ মিনিটেই ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়। যথাক্রমে ১৮ ও ২০ ঘণ্টা ভিডিও প্লেব্যাক সুবিধাও মিলবে।
ম্যাকবুক এয়ার ও প্রোতে ৮ গিগাবাইট র্যামের পাশাপাশি ২৫৬ এবং ৫১২ গিগাবাইট এসএসডি কার্ড ব্যবহার করা হয়েছে। তবে চাইলে ১৬ ও ২৪ গিগাবাইট র্যাম এবং ১ টেরাবাইট ও ২ টেরাবাইট এসএসডি কার্ড ব্যবহারের সুযোগ মিলবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে এইচডি ক্যামেরাও রয়েছে।
সংস্করণ ভেদে ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো কিনতে গুনতে হবে কমপক্ষে ১ হাজার ১৯৯ এবং ১ হাজার ২৯৯ ডলার।
আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে লকস্ক্রিন, ভিডিও থেকে টেক্সট কপি ও আইম্যাসেজ বার্তা ফিরিয়ে আনাসহ বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে।
লক স্ক্রিন সুবিধা কাজে লাগিয়ে অ্যাপল ওয়াচের মতোই আইফোনের ওয়ালপেপারের কালার ফিল্টার পরিবর্তন করা যাবে। সেই সঙ্গে পরিবর্তন করা যাবে সময় বা বার্তার ফন্ট ও রং।
নোটিফিকেশন বারেও আনা হয়েছে পরিবর্তন। আগে ওপরের দিকে থাকলেও এবার লকস্ক্রিনের নোটিফিকেশন দেখা যাবে নিচে। এ ছাড়া লকস্ক্রিনের উইজেট নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়ারও সুযোগ মিলবে।
আইম্যাসেজে বার্তা পাঠানোর পরও সম্পাদনার সুযোগ দেবে আইওস ১৬। এ ছাড়া শেয়ার প্লে সুবিধার মাধ্যমে বন্ধুদের সঙ্গে গান শোনার পাশাপাশি সিনেমাও দেখা যাবে। লাইভ টেক্সট সুবিধা কাজে লাগিয়ে ছবির পাশাপাশি ভিডিও থেকে বার্তা কপি করার পাশাপাশি ডোর ডিটেকশন, সেফটি চেক, হোম অ্যাপও ব্যবহারের সুযোগ মিলবে।
আইফোন ৭ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। আইওএস ১৬ অপারেটিং সিস্টেম আইফোন ৭ সমর্থন করবে না। ফলে আইফোন ৮ থেকে পরবর্তী সব সংস্করণে আইওএস ১৬ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। নতুন অপারেটিং সিস্টেম যেসব আইফোনে ব্যবহার করা যাবে, সেগুলোর মডেলগুলো দেখে নেওয়া যাক।
আইফোন ৮ এবং ৮ প্লাস
আইফোন ১০
আইফোন এসই (২০২০)
আইফোন ১০ এস ও ১০ এস ম্যাক্স
আইফোন ১০ আর
আইফোন ১১, ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স
আইফোন ১২, ১২ মিনি, ১২ প্রো ও ১২ প্রো ম্যাক্স
আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, ১৩ প্রো ও ১৩ প্রো ম্যাক্স
আইফোন এসই (২০২২)