ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা নেওয়ার জন্য নিজের ই-মেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করেন অনেকেই। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রচারণামূলক বার্তা ইনবক্সে জমা হওয়ায় দরকারের সময় গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পেতে বেশ ঝামেলা হয়। এ সমস্যা সমাধানে দ্রুত অবাঞ্ছিত ই-মেইলের নিবন্ধন বাতিলের জন্য জিমেইল অ্যাপে ‘আনসাবস্ক্রাইব’ বাটন যুক্ত করেছে গুগল।
বর্তমানে জিমেইলের প্রচারণামূলক ই-মেইল আনসাবস্ক্রাইব করার জন্য ই-মেইল খোলার পর নিচের দিকে থাকা আনসাবস্ক্রাইব লিংকে ক্লিক করতে হয়। তবে নতুন এ সুবিধা চালুর ফলে ই-মেইলের ওপরেই ‘আনসাবস্ক্রাইব’ বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করে দ্রুত সেই প্রতিষ্ঠান থেকে নিজেদের ই-মেইল ঠিকানার নিবন্ধন বাতিল করা যাবে। এর ফলে পরবর্তী সময়ে সেই ঠিকানা থেকে আর কোনো ই-মেইল আসবে না।
নতুন এ সুবিধা এরই মধ্যে নিজেদের আইওএস অ্যাপে যুক্ত করেছে গুগল। ফলে প্রাথমিকভাবে শুধু আইফোন থেকে এ সুবিধা ব্যবহার করা যাবে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা কবে নাগাদ যুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
সূত্র: অ্যান্ড্রয়েড অর্থরিটি