ওয়ার্কস্টেশন ৪০০ বাজারে ছাড়ার ঘোষণা দেয় ডেল কম্পিউটার।
কয়েকটি আইপডের উৎপাদন বন্ধ ঘোষণা করে অ্যাপল।
২৮ জুলাই ১৯৯৭
ডেল আনল ওয়ার্কস্টেশন ৪০০
বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল করপোরেশন ওয়ার্কস্টেশন বাজারে প্রবেশ করল। এই দিন তারা ওয়ার্কস্টেশন ৪০০ কম্পিউটার বাজারে আনার ঘোষণা দেয়। এর মাধ্যমে ডেল আগের চেয়ে শক্তিশালী ডেস্কটপ কম্পিউটার তৈরি শুরু করে। এগুলো বেশির ভাগ ক্ষেত্রে প্রকৌশল খাতে ব্যবহৃত হয়। এই ওয়ার্কস্টেশনের মাধ্যমে ডেল নেটওয়ার্ক সার্ভারশিল্পেও প্রবেশ করে। পাশাপাশি পারসোনাল ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের বাজার সম্প্রসারণ করে। শুরুতে তিন থেকে আট হাজার ডলার দামের ওয়ার্কস্টেশন বিক্রি করে ডেল।
২৮ জুলাই ২০১৭
কয়েকটি আইপডের উৎপাদন বন্ধ হলো
ডিজিটাল গান শোনার জনপ্রিয় যন্ত্র আইপড সীমিত হয়ে যায়। আইওএসে চলবে না, এমন মডেলের আইপডের উৎপাদন বন্ধের ঘোষণা দেয় অ্যাপল কম্পিউটার। এই তালিকায় আইপড ন্যানো ও আইপড শাফলও ছিল।