স্মার্টফোনের বড় শত্রু পানি। তবে হালনাগাদ সংস্করণের আইফোন পানিনিরোধক হওয়ায় বৃষ্টিতে ভিজে গেলে বা পানিতে পড়ে গেলেও আইফোন নষ্ট হয় না। কিন্তু ভেজা আইফোনের পর্দা ঠিকমতো কাজ না করায় বেশ সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানে চালের মধ্যে রেখে ভেজা আইফোন শুকিয়ে নেওয়ার পরামর্শ দেন অনেকেই। কিন্তু চালের মধ্যে রাখলে আইফোনের ক্ষতি হতে পারে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল।
অ্যাপলের তথ্যমতে, পানিনিরোধক হলেও পানির ২০ ফুট গভীর পর্যন্ত সর্বোচ্চ ৩০ মিনিট নিরাপদ থাকে আইফোন। ফলে পানির গভীরতা বেশি হলে বা দীর্ঘ সময় পানির নিচে থাকলে আইফোনের ভেতর ভিজে যেতে পারে। আর তাই আইফোন ব্যবহারকারীদের সতর্ক করে অ্যাপল জানিয়েছে, ভেজা আইফোন চালের ব্যাগের মধ্যে রাখবেন না। এর ফলে চালের ছোট কণা পর্দায় লেগে পানি শুকানোর পরিবর্তে আইফোনের ক্ষতি করতে পারে। হেয়ার ড্রায়ার দিয়েও আইফোন শুকানো যাবে না।
ভেজা আইফোন শুকানোর জন্য বেশ কিছু পরামর্শও দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, আইফোন ভিজে যাওয়ার পর প্রথমেই চার্জ করার পোর্ট নিচের দিকে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর আইফোনটি বাতাস চলাচল করে এমন স্থানে প্রায় ৩০ মিনিট রাখতে হবে। আইফোন পুরোপুরি শুকাতে প্রায় ২৪ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। আর তাই এ সময়ের মধ্যে ইমার্জেন্সি অপশন চালু করে আইফোন চার্জ দেওয়া যেতে পারে।
উল্লেখ্য, স্মার্টফোনের গায়ে থাকা পানি চালের সূক্ষ্ম গুঁড়ার সঙ্গে মিশে মাড়ের মতো তরল তৈরি হয়, যা ফোনের ভেতরে জমে থাকা পানি শুকানো তো দূরের কথা, উল্টো যন্ত্রাংশের ক্ষতি করে। তাই ভেজা আইফোন চালের মধ্যে রাখলে ক্ষতি হয়ে থাকে।
সূত্র: লাইভমিন্ট ডটকম