নিজেদের তৈরি বিভিন্ন সফটওয়্যারে নতুন সুবিধা যুক্ত করে হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে মাইক্রোসফট। হালনাগাদ সংস্করণ ব্যবহারের জন্য বার্তাও পাঠায় প্রতিষ্ঠানটি। কিন্তু মনের ভুলে বা অসচেতনতার কারণে হালনাগাদ সংস্করণ ব্যবহার করেন না অনেকে। কেউ আবার দীর্ঘসময় কম্পিউটার চালু না করায় হালনাগাদ সংস্করণ সম্পর্কে জানতে পারেন না। আর তাই এবার স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের কম্পিউটারে থাকা সফটওয়্যার হালনাগাদ করে দেবে মাইক্রোসফট। এমনকি কম্পিউটার বন্ধ থাকলেও সফটওয়্যার হালনাগাদ হয়ে যাবে। এ জন্য ‘আপডেট আন্ডারলক’ নামের পদ্ধতি চালু করছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে নিবন্ধিত ‘মাইক্রোসফট ৩৬৫’ সেবা ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। সূত্র: জেডডিনেট
ভিডিও কল শেষে ওয়েবক্যাম বন্ধ করতে ভুলে যান অনেকেই। শুধু তাই নয়, হ্যাকাররা চাইলেই সাইবার হামলা চালিয়ে দূর থেকে ওয়েবক্যামের মাধ্যমে নজরদারি করতে পারে। সমস্যার সমাধান দেবে, লজিটেকের তৈরি ব্রিও (Brio) ৫০০ ওয়েবক্যাম। এতে লেন্সের ওপরে একটি শাটার রয়েছে, যা ভিডিও কল শেষে লেন্স ঢেকে রাখা যায়। ফলে ওয়েবক্যামে কোনো ছবি দেখা যায় না। ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে ব্যবহারের সুযোগ থাকায় ওয়েবক্যামটি দিয়ে স্বচ্ছন্দে ভিডিও কল করা সম্ভব। দাম ১২৯ মার্কিন ডলার। সূত্র: দ্য ভার্জ
সৌরবিদ্যুতে চলা এ স্মার্ট তালার সঙ্গে ক্যামেরা থাকায় অতিথির ছবি দেখা যায়। অ্যাপের সাহায্যে দূর থেকেও খোলা বা বন্ধ করা যায় তালাটি। লকলি ভিশন এলিট মডেলের এ স্মার্ট তালার দাম ৫০০ মার্কিন ডলার। সূত্র: ভার্জ