২০১৯ সালে ব্যাংক অব ইংল্যান্ড টুরিংয়ের ছবি দিয়ে ৫০ পাউন্ডের ব্যাংক নোট প্রকাশ করে
২০১৯ সালে ব্যাংক অব ইংল্যান্ড টুরিংয়ের ছবি দিয়ে ৫০ পাউন্ডের ব্যাংক নোট প্রকাশ করে

প্রযুক্তির এই দিনে: ৭ জুন

কম্পিউটার বিজ্ঞানের জনক অ্যালেন টুরিং আত্মহত্যা করেন

অ্যালেন টুরিংয়ের আত্মহত্যা। কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার জনক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর গোপন বার্তার সংকেত পুনরুদ্ধার দলের অন্যতম সদস্য অ্যালেন টুরিং ১৯৫৪ সালের ৭ জুন সায়ানাইডভরা আপেল খেয়ে আত্মহত্যা করেন।

৭ জুন ১৯৫৪
কম্পিউটার বিজ্ঞানের জনক অ্যালেন টুরিংয়ের আত্মহত্যা
কম্পিউটার বিজ্ঞানের জনক ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর গোপন বার্তার সংকেত পুনরুদ্ধার দলের অন্যতম সদস্য অ্যালেন টুরিং ১৯৫৪ সালের ৭ জুন সায়ানাইডভরা আপেল খেয়ে আত্মহত্যা করেন।

এমন একটি যন্ত্র তৈরি হবে, যা চিন্তার প্রক্রিয়া বাইনারি সংখ্যা দিয়ে করতে পারবে। টুরিংয়ের এই ধারণা অনেকগুলো ০ ও ১-এর সমন্বয়ের ওপর ভিত্তি করে ছিল, যা দিয়ে নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান বা কাজটি সম্পন্ন করবে এই যন্ত্র। সেই যন্ত্রই আজকের কম্পিউটার। তাই গণিতজ্ঞ অ্যালেন টুরিংকে বলা হয়ে থাকে ‘কম্পিউটার বিজ্ঞানের জনক’। একই সঙ্গে তাঁকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবেও গণ্য করা হয়ে থাকে।

অ্যালেন টুরিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর গোপন বার্তার সংকেত উদ্ধার করে যুক্তরাজ্যসহ মিত্রবাহিনীকে যুদ্ধ জয়ে সহায়তা করেছিলেন। ‘এনিগমা প্রজেক্ট’-এর মাধ্যমে গোপন সাংকেতিক বেতারবার্তার পুনরুদ্ধার করে শত্রু পক্ষের উদ্দেশ্য মিত্রবাহিনীকে জানাতে সহায়তা করতেন অ্যালেন টুরিং। তাঁর সূত্র মেনে ব্লেচলি পার্কে এনিগমা প্রজেক্টের জন্য যন্ত্র তৈরি হয়েছিল। আর সেখানে টুরিংসহ একদল প্রকৌশলী, গণিতবিদ গোপন বার্তার মর্ম উদ্ধার করার কাজে নিয়োজিত ছিলেন।
মিত্রবাহিনীর বিজয়ে টুরিংয়ের অবদান অনেকখানি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ম্যানচেস্টারের এক তরুণের সঙ্গে টুরিংয়ের সম্পর্কের কথা জানাজানি হলে ১৯৫২ সালে টুরিংকে আদালতে বিচারের মুখোমুখি হতে হয়। সমকামিতার দায়ে টুরিংয়ের বিচার শুরু হয়। সমকামিতা তখন ইংল্যান্ডে আইনত দণ্ডনীয় অপরাধ। বিচারে টুরিং দোষী সাব্যস্ত হন। এর দুই বছরের মাথায় ৪২ বছর বয়সে নিজেই নিজের জীবনের পরিসমাপ্তি ঘটান।

রানির পাশাপাশি ৫০ পাউন্ডের নোটে কার ছবি যাবে, ব্যাংক অব ইংল্যান্ড তা ঠিক করতে একটি জরিপ করেছিল। ব্যাংক অব ইংল্যান্ড ৯৮৯ জনের নাম দিয়েছিল। জরিপে ২ লাখ ২৭ হাজার ২৯৯ মনোনয়ন অ্যালেন টুরিংয়ের পক্ষে জমা পড়েছিল।

কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে বিশেষ অবদান রাখার পাশাপাশি অ্যালেন টুরিং ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন নায়ক। এসব অবদান স্মরণ করে ২০১৯ সালের ১৫ জুলাই ব্যাংক অব ইংল্যান্ড টুরিংয়ের ছবি সংবলিত ৫০ পাউন্ডের নতুন ব্যাংক নোট প্রকাশ করে। এই নোটের সামনে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি এবং পেছেন অ্যালেন টুরিংয়ের ছবি মুদ্রিত ছিল।