সব ধরনের সফটওয়্যার এক মেলায়

বেসিসের সফটওয়্যার মেলায় নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে চাইছেন দর্শকেরা।
বেসিসের সফটওয়্যার মেলায় নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে চাইছেন দর্শকেরা।

সফটওয়্যার ছাড়া এখন যেন এক দিনও চলে না। প্রতিদিনই নিত্যনতুন নানা সফটওয়্যারের সঙ্গে পরিচিত হতে হয়। সেসব প্রযুক্তির পসরাই যেন বসেছে এবারের বেসিস সফটএক্সপোতে। কী নেই মেলায়! প্রতিদিনের ব্যবহৃত বিকাশের সফটওয়্যার থেকে শুরু করে ড্রোন, রোবট, উদ্ভাবনের অপেক্ষায় থাকা নতুন সফটওয়্যার। সবকিছুরই দেখা মিলছে বেসিসের আয়োজিত ‘বেসিস সফটএক্সপো-২০২৩।’

মেলার তৃতীয় দিন শনিবার প্রদর্শনী প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ছুটি থাকার কারণে মানুষের উপস্থিতি বেশ ভালো। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে মেলায় পরিবার নিয়ে ঘুরতে এসেছেন চাকরিজীবী মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘বাড়ির কাছে প্রযুক্তি নিয়ে এত সুন্দর আয়োজন, তাই পরিবার নিয়ে মেলা ঘুরে দেখতে এসেছি। পরিবারের সবাই এত সুন্দর আয়োজন দেখে খুবই খুশি।’ শুধু শহীদুল ইসলাম একাই নন, পরিবার নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন। মেলা প্রাঙ্গণে সবচেয়ে বেশি দেখা গেছে শিক্ষার্থীদের। ব্র্যাক ইউনিভার্সিটি থেকে দলবলসহ এসেছে তামান্না রহমানরা। ‘সব সময় আধুনিক প্রযুক্তির সঙ্গে থাকতে চাই। তাই বন্ধুরা মিলে সর্বশেষ প্রযুক্তি দেখতে এসেছি সফটএক্সপোতে।’

মেলা প্রাঙ্গণে বড়সড় একটি ড্রোন দেখা গেল। টিলার নামে এ প্রতিষ্ঠানের চতুষ্কোণের ড্রোনটি। জরিপ করে সরকারি যেকোনো পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। ড্রোনটি ২ হাজার ৫০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে। এক চার্জে ১০ কিলোমিটারের জরিপ করা যায়। প্রতিষ্ঠানটি পায়রাবন্দর জরিপসহ বেশ কিছু সরকারি কাজ করেছে। মূলত ড্রোনের মাধ্যমে জরিপ কাজ করে প্রতিষ্ঠানটি। চাহিদামতো বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যার ও ড্রোন সার্ভিস দিয়ে থাকে।

মেলায় সব শ্রেণির দর্শকদের সমাগম আছে।
মেলায় সব শ্রেণির দর্শকদের সমাগম আছে।

রোবোলাইফ নামের প্রতিষ্ঠানে দেখা গেল রোবটিক হাত। প্রতিষ্ঠানটি হাত হারানো মানুষকে রোবটিক হাতের সেবা দিচ্ছে। কোনো দুর্ঘটনায় মানুষ হাত হারিয়ে ফেললে, রোবটিক সেই হাত ব্যবহারের ফলে আগের মতোই সব কাজ করতে পারবে। প্রতিষ্ঠানটি দেশের বাইরেও কাজ করে। অ্যাপিস নামের একটি প্রতিষ্ঠানের স্টলে মেলায় আসা দর্শনার্থীদের হাতে লেখা সংগ্রহ করছে। সংগ্রহ করা হাতে লেখা গুগল লেন্সের মতো করেই ওয়ার্ডে রূপান্তর করা হবে। তাই চার দিনের এ মেলায় বিভিন্ন দর্শনার্থীর হাতের লেখা সংগ্রহ করছে।

ট্যালি প্রাইম নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে হিসাবরক্ষণ সফটওয়্যার নিয়ে। দেশের দুই হাজারের বেশি প্রতিষ্ঠান তাদের সফটওয়্যার ব্যবহার করে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে আসছে। ট্যালি প্রাইমের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে এ সমাধান ব্যবহৃত হচ্ছে। ডায়ালঅ্যাপ নামের তাদের একটি সেবার মাধ্যমে স্বল্প খরচে কথা বলার সুযোগও রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি বাল্ক এসএমএস, বাল্ক ই–মেইল ও মাইক্রোসফট সল্যুশন সার্ভিস দিয়ে থাকে। স্টলে সেসব তথ্যই তুলে ধরা হচ্ছে।

মেলায় সব শ্রেণির দর্শকদের সমাগম আছে।

মেলার আয়োজন বিষয়ে জানতে চাইলে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘মেলায় এখন পর্যন্ত অনলাইনে ৩০ হাজার নিবন্ধন হয়েছে। দেশে ও বিদেশের মানুষের কাছে আমাদের সক্ষমতা তুলে ধরার জন্য আমরা এ মেলা আয়োজন করেছি। রোববার (২৬ ফেব্রুয়ারি) মেলার শেষ দিনে আরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করি।’

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে আয়োজিত চার দিনের সফটএক্সপো শেষ হবে আজ রোববার। এবার প্রথমবারের মতো এই এক্সপো রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত হচ্ছে। মেলার শেষ দিনও সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।