খুদে ব্লগ লেখার সাইট টুইটারে পরিচিত মানুষের পাশাপাশি অপরিচিত অনেক অনুসারীও থাকেন। আর তাই টুইট (টুইটারে দেওয়া বার্তা) করলেই সেগুলো অপরিচিত ব্যক্তিরাও দেখতে পারেন। ফলে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করতে পারেন না। এ সমস্যা সমাধানে ‘টুইটার সার্কেল’ নামের নতুন সুবিধা চালু হয়েছে টুইটারে। এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরির সুযোগ মিলবে। ফলে প্রয়োজনে সহকর্মী বা প্রিয়জনদের মধ্যে স্বচ্ছন্দে টুইট বিনিময় করা যাবে।
টুইটার সার্কেলের সুবিধা কাজে লাগিয়ে পাঠানো টুইট প্রাপকদের অ্যাকাউন্টে সবুজ রঙের বিজ্ঞপ্তি আকারে দেখা যাবে। ফলে প্রাপকেরাও বুঝবেন যে বার্তাটি টুইটার সার্কেলের মাধ্যমে পাঠানো হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের পাশাপাশি কম্পিউটারেও এ সুবিধা ব্যবহার করা যাবে।
টুইটার সার্কেলের মাধ্যমে আসা টুইটের উত্তর সাধারণ টুইটের আদলেই পাঠানো যাবে। এমনকি লাইক করে নিজেদের ভালো লাগাও জানানোর সুযোগ মিলবে। ফলে নতুন এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে স্বচ্ছন্দে তথ্য বিনিময় করা সম্ভব হবে।
গত মে মাস থেকে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর সার্কেলের সুবিধার কার্যকারিতা পরখ করছিল টুইটার। জুলাই মাস পর্যন্ত চলা এ কার্যক্রম শেষ হওয়ার পর এবার সবার জন্য সুবিধাটি উন্মুক্ত করা হলো।
সূত্র: ম্যাশেবল