পাঁচ দশকের বেশি সময় পর প্রথমবারের মতো চাঁদে মানুষ পাঠাতে ‘আর্টেমিস ৫’ অভিযান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে নাসা। মহাকাশযান তৈরির পাশাপাশি চাঁদের বুকে নভোচারীদের স্বচ্ছন্দে চলাচলের সুযোগ দিতে কার্যকর নেভিগেশন যন্ত্রও তৈরি করতে চায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। আর তাই চাঁদের বুকে নভোচারীদের চলাচল ও ভ্রমণ সহজ করতে সক্ষম নেভিগেশন যন্ত্র তৈরির ধারণা পেতে লুনার নেভিগেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতার আয়োজন করেছে নাসা। যেকোনো ব্যক্তি এ প্রতিযোগিতায় অংশ নিয়ে চাঁদের বুকে কাজ করতে সক্ষম নেভিগেশন যন্ত্রের ধারণা জমা দিতে পারবেন। নেভিগেশন যন্ত্রের ধারণা নির্বাচিত হলে ৫ থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে।
নাসার তথ্য মতে, ব্যক্তিগত ও দলগতভাবে লুনার নেভিগেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিয়ে নেভিগেশন যন্ত্রের ধারণা জমা দেওয়া যাবে। দুটি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় স্বল্পমাত্রার প্রযুক্তিগত দিকনির্দেশক যন্ত্রের ধারণা দিয়ে ১৫ হাজার ডলার পুরস্কার পাওয়া যাবে। আর চাঁদের শ্যাকলেটন ক্র্যাটারের নিচে জরিপ ও ম্যাপ তৈরির জন্য কোনো পদ্ধতির খোঁজ দিলে পাওয়া যাবে ৩০ হাজার ডলার পুরস্কার। এ ছাড়া ব্যতিক্রমী ধারণার জন্য অতিরিক্ত পাঁচ হাজার ডলার পাওয়া যাবে।
লুনার নেভিগেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের আগামী ২৫ নভেম্বরের মধ্যে অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমে ধারণা জমা দিতে হবে। চাঁদের প্রতিকূল পরিবেশের উপযোগী নেভিগেশন যন্ত্র তৈরির বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আগামী ২ অক্টোবর অনলাইনে আলোচনা সভার আয়োজন করবে ফ্রিল্যান্সার ডটকম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিরা নিবন্ধন করে অনলাইন এ আয়োজনে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় বিজয়ীদের নাম আগামী বছরের ১৫ জানুয়ারি ঘোষণা করা হবে।
সূত্র: নাসা