ষষ্ঠ ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় (এনজিপিসি-২০২২) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট পাইরেটস’ দল। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘চুয়েট ম্যালানসটিকটাস’ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘স্মেল লাইকটিম স্পিরিট’।
গত ২৫ ফেব্রুয়ারি শনিবার ঢাকার অদূরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারি–বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০৫টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গার্লস কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করাই আসল নয়। কর্মজীবনে যেসব দক্ষতার প্রয়োজন হয়, সেসব দক্ষতা অর্জন করাই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত। এই প্রতিযোগিতাই শেষ প্রতিযোগিতা নয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় নিয়মিত এই প্রতিযোগিতার আয়োজন করবে।
প্রতিযোগিতার প্রধান বিচারক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশকে এখনই ঘুরে দাঁড়াতে হবে। আমাদের প্রতিবেশী দেশ ভারত প্রযুক্তি খাতে যেভাবে এগিয়ে গেছে, আমরা সেভাবে এগোতে পারিনি। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও পৃষ্ঠপোষকতা দরকার। আমাদের প্রচুর মেধাবী ছেলেমেয়ে আছে। বিশ্বের উন্নত দেশের আইসিটি সেক্টরে আমাদের দেশের তরুণেরা ভালো করছে। সুতরাং প্রোগ্রামিংয়ে দক্ষ একটি জাতি তৈরি করা আমাদের জন্য সহজ।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক তৌহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এস এম মাহাবুব-উল হক মজুমদার, বিচার কার্যক্রমের পরিচালক রাফিদ বিন মোস্তফা, ইনটেলের টেকনিক্যাল লিডার এনামুল আমিন প্রমুখ।