পারলো অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
পারলো অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

ব্রিটিশ উচ্চারণে ইংরেজি শেখার সুযোগ দিতে দেশে চালু হলো ‘পারলো’ অ্যাপ

ইংরেজি ভাষা শেখা আরও সহজ ও উপভোগ্য করে তুলতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অ্যাপটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এডটেক এক্সপার্ট এবং পারলোর পণ্য ও কনটেন্ট বিভাগের প্রধান ক্যারোলিন এভারার্ড বলেন, ‘সাফল্য লাভের পথে ভাষা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকদের তৈরি কনটেন্টগুলো যেকোনো শ্রেণির শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবেন। বিপুল সম্ভাবনাময় একটি দেশে এমন দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’ আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পারলো কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইংরেজি ভাষায় দক্ষ জনবল তৈরির মাধ্যমে দক্ষ পেশাজীবী তৈরিতে সহায়তা করবে অ্যাপটি। অ্যাপটির কনটেন্ট বা আধেয় ও ভিডিও তৈরি করেছেন যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকেরা। এর ফলে সহজেই ব্রিটিশ উচ্চারণে ইংরেজি কথা বলায় দক্ষতা অর্জন করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যাপটির উন্নত ভয়েস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ইংরেজি শব্দের উচ্চারণ নিখুঁতভাবে করার পাশাপাশি দ্রুত সাবলীলভাবে কথাও বলতে পারবেন।

অনুষ্ঠানে পারলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক ক্রেগ মাহোনি বলেন, ‘প্রত্যেক মানুষের মধ্যেই সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বের করে আনতে সবার জন্য কথোপকথনের উপযোগী ইংরেজি সহজলভ্য করতে চায় পারলো। বর্তমানে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং সুযোগ লাভের প্রবেশদ্বার। বাংলাদেশে অ্যাপটি চালু করার মাধ্যমে আমরা তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিচ্ছি।’ পারলো অ্যাপটি গুগল প্লে­ স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে অর্থের বিনিময়ে নামিয়ে ব্যবহার করা যাবে।