উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং রিয়েল টাইম মনিটরিংয়ের মাধ্যমে ম্যালওয়্যার ও প্রতারণামূলক কার্যক্রম থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে অ্যান্ড্রয়েডের জন্য নতুন দুটি সুরক্ষা–সুবিধা এনেছে গুগল। রিয়েল টাইম স্প্যাম ডিটেকশন ও লাইভ থ্রেট ডিটেকশন নামে সুবিধা দুটির মধ্যে রিয়েল টাইম স্প্যাম ডিটেকশন সুবিধাটি এখন বেটা সংস্করণে নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ব্যবহার করা যাচ্ছে।
পিক্সেল ৬ ও এর পরবর্তী মডেলগুলোর জন্য রিয়েল টাইম কল স্প্যাম শনাক্তকরণ সুবিধা চালু করেছে গুগল। গুগল আইও ইভেন্টে এ সুবিধার ঘোষণা দেওয়ার পর এবার চালু করা হলো। এ সুবিধার মাধ্যমে ফোনে কথোপকথনের সময় এআই প্রযুক্তি সন্দেহজনক প্রশ্ন বা আচরণ শনাক্ত করবে। প্রতারণার প্রমাণ পাওয়া গেলে সিস্টেম কলটিকে অ্যালার্ট হিসেবে চিহ্নিত করে ব্যবহারকারীকে কল কেটে দেওয়ার পরামর্শ দেবে। পিক্সেল ৬ ও এর পরবর্তী মডেলের জন্য সুবিধাটি এখন ‘ফোন বাই গুগল’ অ্যাপের বেটা সংস্করণে ব্যবহার করা যাচ্ছে। পরবর্তী সময়ে সুবিধাটি অন্যান্য ব্যবহারকারীদের জন্য চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের।
এ ছাড়া গুগল প্লে প্রটেক্টের সর্বশেষ হালনাগাদে যুক্ত হয়েছে লাইভ থ্রেট ডিটেকশন সুবিধা। সুবিধাটি অ্যাপ ইনস্টলের সময় স্ক্যান করার পরও স্মার্টফোনে থাকা সব অ্যাপের কার্যকলাপ নিয়মিতভাবে নজরদারিতে রাখবে। এই উন্নত এআই প্রযুক্তি ফোনের অভ্যন্তরে সরাসরি কাজ করে। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যও নিরাপদ থাকবে। এ সুবিধার মাধ্যমে ফোনের কোনো অ্যাপে যদি কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা হয় তবে ব্যবহারকারী সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনের মাধ্যমে সতর্কবার্তা পাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। প্রথম ধাপে এ প্রযুক্তি ব্যবহার করে স্টকারওয়্যার শনাক্তকরণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে