পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের ধারণা উদ্ভাবনের লক্ষ্যে ‘এআই ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩’ প্রতিযোগিতার আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাস এবং হাইকমিশন থেকে পাঠানো নথি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক তথ্য দ্রুত খুঁজে বের করার ধারণা উদ্ভাবন করতে হবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। অনলাইনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং মেট্রোনিকের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর ইশরাক। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাস এবং হাইকমিশন থেকে পাঠানো হাজার হাজার নথি পড়ে সিদ্ধান্ত নেওয়া বেশ সময়সাপেক্ষ এবং কঠিন কাজ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করতে পারলে ভবিষ্যতে কূটনৈতিক তথ্য বিশ্লেষণে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। শুধু তা–ই নয়, বাংলাদেশ দূতাবাস এবং হাইকমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পদ্ধতিও সহজ হবে। এর ফলে বর্তমানের তুলনায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।
এআই ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রম ও চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর ধারণা উদ্ভাবন করতে হবে। সম্ভাবনাময় ধারণাগুলো বাস্তবায়নে অর্থও দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। https://www.challenge.gov.bd/ ঠিকানায় প্রবেশ করে ১৯ এপ্রিল পর্যন্ত ধারণা জমা দেওয়া যাবে।