ঘরে বা বাইরে যেখানেই থাকুন না কেন, আনন্দের মুহূর্তগুলো ধরে রাখতে সেলফি তোলেন অনেকেই। আর তাই এবার সেলফিপ্রেমীদের জন্য নতুন সুবিধা চালু করেছে স্ন্যাপচ্যাট। ‘ড্রিমস’ নামের এই সুবিধা ব্যবহার করে নিজেদের সেলফি ছবিকে সহজেই বিভিন্ন থিমের পোর্ট্রেট ছবিতে রূপান্তর করা যাবে।
স্ন্যাপচ্যাটের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ড্রিমস সুবিধার মাধ্যমে ‘টাইম ট্রাভেল’,‘অলটারনেটিভ ইউনিভার্স’সহ আট ধরনের থিমের পোর্ট্রেট ছবি তৈরি করা যাবে। সেলফি থেকে একটি পোর্ট্রেট ছবি রূপান্তরের জন্য ৩০ মিনিট সময় প্রয়োজন হবে। ছবিগুলো অন্যদের পাঠানোও যাবে। এর ফলে ব্যবহারকারীরা অন্যদের কাছে নিজেদের ভিন্নরূপে উপস্থাপন করতে পারবেন।
নতুন এই সুবিধা ব্যবহারের জন্য স্ন্যাপচ্যাটের মেমোরিজ বিভাগ থেকে ড্রিমস অপশন চালুর পর বিভিন্ন কোণ থেকে আট ধরনের সেলফি তুলতে হবে। এরপর এআই ব্যবহার করে ছবিগুলো পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে ভিন্ন ধরনের আটটি পোর্ট্রেট ছবি তৈরি করে দেবে ড্রিমস। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই সুবিধা চালু করা হলেও শিগগিরই সব দেশে উন্মুক্ত করা হবে।
ড্রিমস সুবিধায় চাইলেই ইচ্ছেমতো থিমের পোর্ট্রেট ছবি তৈরি করা যাবে না। শুরুতে বিনা মূল্যে আটটি থিমের পোর্ট্রেট ছবি তৈরি করা যাবে। আটটির বেশি ছবি তৈরির জন্য অর্থের বিনিময়ে আলাদা থিম কিনতে হবে। তবে স্ন্যাপচ্যাট প্লাস ব্যবহারকারীরা প্রতি মাসে একটি করে নতুন থিম প্যাক বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস নাউ