কাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসা দিবস দরজায় কড়া নাড়ার শব্দ নিশ্চয়ই টের পাচ্ছেন অনেকে। ভালোবাসার দিনে প্রিয় মানুষকে কী উপহার দেওয়া যায়, সেই ভাবনা থাকেই। তার ওপর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আগামী ১ ফাল্গুন, বসন্তের প্রথম দিন। দুই উপলক্ষ উদ্যাপনের দারুণ দিন আগামীকাল।
দিন বদলের সঙ্গে এখন ভালোবাসা দিবসের উপহারের ধরনে এসেছে পরিবর্তন। রাজধানীর বসুন্ধরার সিটি শপিং কমপ্লক্সের নিক্কন টেলিকমে প্রিয় মানুষের জন্য স্মার্টফোন কিনতে এসেছেন ব্যবসায়ী সৈকত হোসেন। ‘ফুল, কেক, চকলেট, টেডি বিয়ার তো সারা বছরই প্রিয় মানুষকে উপহার দেওয়া হয়ই। তাই বিশেষ এই দিনে ডিজিটাল গ্যাজেট উপহার খুঁজতে এখানে আসা।’
শুধু সৈকত হোসেন একা নন, আজ সোমবার বসুন্ধরা সিটিতে প্রযুক্তিপণ্যের দোকানগুলো ঘুরে দেখা গেল, অনেকেই ভালোবাসা দিবস উপলক্ষে প্রযুক্তিপণ্য কিনতে এসেছেন। আরএম ট্রেডার্সের বিক্রয় ব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন জানান, ‘ভালোবাসা দিবস উপলক্ষে বিক্রিবাট্টা কিছুটা বেড়েছে। উপহার হিসেবে কী দিলে প্রিয় মানুষটি খুশি হবে, আর কোন পণ্য নিত্যদিন কাজে লাগবে—এ দুটি বিষয় মাথায় থাকে ক্রেতাদের। ইলেকট্রনিক পণ্য তাই এখন অনেকের পছন্দ। গ্যাজেট কেনার সময় আকার, রং ইত্যাদি নিয়েও ভাবতে হয় না।’
এবার দেখা যাক, ভালোবাসা দিবসের উপহার হিসেবে কোন গ্যাজেটের চাহিদা বেশি।
প্রযুক্তির এই যুগে স্মার্টফোন তো একটা ভালো উপহার হতেই পারে? ভালোবাসা দিবস উপলক্ষে স্মার্টফোন প্রতিষ্ঠানগুলোও দিচ্ছে নানা সুবিধা। ভিভো ‘কাপল ব্রাঞ্চ অফার’ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির ফ্লাগশিপ স্টোরে পিএস৫–এ গেম খেলে জিতে নিতে পারেন হোটেল শেরাটনে বিনা মূল্যে দুজনের ব্রাঞ্চ (সকালের নাশতা ও দুপুরের খাবার একসঙ্গে) কুপন। এ ছাড়া ভিভোর যেকোনো ফোন কিনলে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
শাওমি ‘ভালোবাসার অফার’ শুরু করেছে। নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে আছে পুরস্কার। ‘সারপ্রাইজ ইয়োর লাভ’ শীর্ষক সুবিধা ঘোষণা করেছে রিয়েলমি। দারাজ থেকে রিয়েলমি স্মার্টফোন বা আইওটি পণ্য কিনলেই থাকছে ১৪ শতাংশ পর্যন্ত ছাড় এবং ১২ মাসে ০ শতাংশ সুদে ইএমআই সুবিধা।
ভালোবাসা দিবসের উপহারের তালিকায় আছে স্মার্ট ঘড়ি। আপনার প্রিয় মানুষ যদি স্বাস্থ্য সচেতন হন, তবে তাঁর জন্য স্মার্ট ঘড়ি হতে পারে দুর্দান্ত উপহার। অনেক স্মার্টওয়াচে ফিটনেস ট্র্যাকিং, জিপিএস ট্র্যাকিং, হৃৎস্পন্দন পর্যবেক্ষণের সুবিধা আছে। এমনকি ফোন কল করার বা এসএমএস পাঠানোর মতো সুবিধাও রয়েছে। বেশকিছু স্মার্টওয়াচে গানও শোনা যায়। তাই স্মার্টওয়াচ সঙ্গে নিয়ে বাইরে হাঁটতে কিংবা দৌড়াতে গেলে স্মার্টফোন সঙ্গে নেওয়ার তেমন প্রয়োজন পড়ে না।
প্রিয় মানুষ যদি গান শুনতে পছন্দ করেন, তবে ব্লুটুথ হেডফোন ও স্পিকার হতে পারে ভালোবাসা দিবসের উপহার। বাজারে বিভিন্ন দামের ও মানের ব্লুটুথ হেডফোন ও স্পিকার রয়েছে। ভালো মানের স্মার্ট স্পিকারও পাওয়া যায়। স্মার্ট স্পিকার বাড়ির যে কোনো জায়গা রাখতে পারবেন। ফলে বাড়ির নানা কাজ হয়ে ওঠে আরও সহজ। শুধু কথা বলেই স্মার্ট স্পিকারকে কাজের নির্দেশ দেওয়া যায়। সেটি হতে পারে গান ছাড়তে বলা, অ্যালার্ম সেট করা কিংবা আবহাওয়ার পূর্বাভাস জানানো।
আপনার প্রিয় মানুষ কি লেখালেখি বা সিনেমা দেখতে ভালোবাসেন? তাহলে নোটবুক কম্পিউটার দিতে পারেন। আকারে ছোট হওয়ার কারণে যেকোনো জায়গায় লেখালেখির জন্য নোটবুক খুবই কাজের একটি গ্যাজেট। প্রচলিত ল্যাপটপের তুলনায় নোটবুক কিছুটা ছোট ও হালকা হওয়ায় সহজে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। আদতে ল্যাপটপে যে কাজগুলো করা যায়, নোটবুকেও সেগুলোর প্রায় সবই করা যায়।
আপনাদের দুজনের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবিগুলোসহ দিতে পারেন ডিজিটাল ফটোফ্রেম। অন্যরকম এই উপহার নিঃসন্দেহে আপনার ভালোবাসার মানুষকে মনে করিয়ে দেবে সুন্দর মুহূর্তগুলোর কথা।
ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ, নাটক, সিনেমা দেখার অভ্যাস এখন কমবেশি অনেকেরই হয়েছে। ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন করে দিতে পারেন। অন্যরকম উপহার পেয়ে নিশ্চয়ই প্রিয় মানুষটি চমকে যাবেন। চরকি, নেটফ্লিক্স, হইচই, বিঞ্জ, ডিজনি প্লাসের মতো ওটিটির সেরা হরর, থ্রিলার, কমেডি সিরিজ বা তথ্যচিত্র দেখে ভালোবাসা দিবসের উপহারটি উপভোগ করা সুযোগ পাবে প্রিয় মানুষটি।
এ ছাড়া ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে উপহার হিসেবে দিতে পারেন পোলারয়েড ক্যামেরা, ভিআর হেডসেট, ক্যামেরা অ্যাকসেসরিজ, ডিজিটাল চাবির রিং ও পাওয়ার ব্যাংক।