হাইসেন্সের তৈরি প্যাভিলিয়নে ৮কে প্রযুক্তির টেলিভিশন দেখছেন দর্শনার্থীরা।
হাইসেন্সের তৈরি প্যাভিলিয়নে ৮কে প্রযুক্তির টেলিভিশন দেখছেন দর্শনার্থীরা।

ফটোফিচার

ছবিতে সিইএস মেলা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের হালনাগাদ প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। একনজরে দেখে নেওয়া যাক মেলায় আসা নতুন উদ্ভাবনী পণ্যগুলো—

ছবি ১: প্রথম দেখায় স্বচ্ছ কাচ বলে ভুল হলেও এটি আসলে টেলিভিশন। স্বচ্ছ পর্দার এ টেলিভিশন তৈরি করেছে এলজি। এএফপি

ছবি ২: মোটরবাইকের হেলমেটের আদলে তৈরি এ যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে মস্তিষ্কের তরঙ্গের গতিবিধি শনাক্ত করতে পারে। তৈরি করেছে আইমেডিসিনক। এএফপি

ছবি ৩: মানুষের আবেগ বুঝে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে পারে এ রোবট কুকুর। আর তাই রোবটটির সঙ্গে খেলায় মেতেছেন এক দর্শনার্থী। এএফপি

ছবি ৪: হুন্দাইয়ের স্টলের সামনে চালকবিহীন এ গাড়ি দেখতে বেশ আগ্রহ দর্শকদের। এএফপি

ছবি ৫: টিসিএলের তৈরি অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির চশমা। এএফপি

ছবি ৬: প্রযুক্তি মেলায় মেটাভার্স বা ভবিষ্যৎ দুনিয়ার দেখা মিলবে না তা এককথায় অসম্ভব। আর তাই মেটাভার্সে থাকা ক্যালিভার্সের বিভিন্ন প্রযুক্তি ও ভিডিও দেখছেন দর্শনার্থীরা। এএফপি


সূত্র: এএফপি