কম্পিউটার হয়তো জিয়ান্নি ভারসাচের হত্যাকাণ্ড ঠেকাতে পারত। মার্কিন সংবাদপত্র দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসে ১৯৯৭ সালের ২৭ জুলাই একটি নিবন্ধে এ দাবি করেন সান হোসের সাবেক পুলিশপ্রধান জোসেফ ম্যাকনামারা।
স্টারক্র্যাফট–২ গেম ছাড়ল ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট। এক মাসের মধ্যেই এই গেমের ৩০ লাখ কপি বিক্রি হয়।
২৭ জুলাই ১৯৯৭
কম্পিউটার হয়তো জিয়ান্নি ভারসাচের হত্যাকাণ্ড ঠেকাতে পারত
মার্কিন সংবাদপত্র দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসে ১৯৯৭ সালের ২৭ জুলাই একটি নিবন্ধ লেখেন সান হোসের সাবেক পুলিশপ্রধান জোসেফ ম্যাকনামারা। তিনি সেই নিবন্ধে যুক্তি দিয়ে দাবি করেন, কম্পিউটার প্রযুক্তি বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার জিয়ান্নি ভারসাচের জীবন রক্ষা করতে পারত। এর কয়েক দিন আগে ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচের এক অভিজাত রেস্তোরাঁয় অ্যান্ড্রু কুনানান নামের এক আততায়ীর গুলিতে ৫০ বছর বয়সী জিয়ান্নি ভারসাচে নিহত হন। ম্যাকনামারা তাঁর নিবন্ধে বলেছেন, যদি মিয়ামি বিচ পুলিশ বিভাগের কম্পিউটার প্রযুক্তি থাকত আর সেটি যদি মিয়ামির আধুনিক রেস্তোরাঁগুলোর মতো আধুনিক হতো তবে আজ হয়তো ফ্যাশন ডিজাইনার ভারসাচে বেঁচে থাকতেন।
ম্যাকনামারা আরও লেখেন, অল্প কয়েকটি পুলিশ বিভাগে এই প্রয়োজনীয় প্রযুক্তি রয়েছে। যে কারণে পুলিশ এর আগের সপ্তাহে একজন ব্রোকারের কাছ থেকে কুনানান সম্পর্কে তথ্য পেয়েছিল। কিন্তু ভারসাচের হত্যাকাণ্ডের সময় কাগজে লেখা সেই তথ্য হয়তো কম্পিউটার সিস্টেমে প্রবেশ করানোর অপেক্ষায় ছিল। দ্রুত যদি সেই তথ্য কম্পিউটারে ঢোকানো যেত এবং মিয়ামি বিচ পুলিশ বিভাগের কম্পিউটার সিস্টেমে সেই তথ্য আসত, তবে এই হত্যাকারীকে ঠেকানো যেত। কেননা কুনানান ছিলেন একজন ক্রমিক খুনি (সিরিয়াল কিলার)।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি
২৭ জুলাই ২০১০
স্টারক্র্যাফট–২ গেম ছাড়ল ব্লিজার্ড
বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক রিয়েল টাইম স্ট্র্যাটেজি গেম ‘স্টারক্র্যাফট–২: উইংস অব লিবার্টি’ বাজারে ছাড়ে গেমস নির্মাতাপ্রতিষ্ঠান ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট। এক মাসের মধ্যেই ৩০ লাখ স্টারক্র্যাফট–২ গেম বিক্রি হয়। আর এটি হয়ে ওঠে ওই সময়ের সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া রিয়েল টাইম স্ট্র্যাটেজি গেম।
একই সঙ্গে মাইক্রোসফট উইন্ডোজ ও অ্যাপলের ম্যাক ওএস–চালিত কম্পিউটারের জন্য ছাড়া হয় স্টারক্র্যাফট–২। ২০১৭ সাল পর্যন্ত খেলা গেছে এই গেম।
সূত্র: কম্পিউটার হোপ