২০২৩ সালে জনপ্রিয়তার শীর্ষে থাকা ক্রোম ব্রাউজার এক্সটেনশনের নাম প্রকাশ করেছে গুগল
২০২৩ সালে জনপ্রিয়তার শীর্ষে থাকা ক্রোম ব্রাউজার এক্সটেনশনের নাম প্রকাশ করেছে গুগল

গুগলের চোখে এ বছরের সেরা ১০ ক্রোম ব্রাউজার এক্সটেনশন

ক্রোম ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। ২০২৩ সালে বছরজুড়ে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকা ক্রোম ব্রাউজার এক্সটেনশনের নাম প্রকাশ করেছে গুগল। গুগলের তালিকায় থাকা সেরা ১০টি ক্রোম ব্রাউজার এক্সটেনশনের তথ্য জেনে নেওয়া যাক।

১. স্পিচিফাই

গল্প পড়ে শোনাতে পারে গুগল ক্রোমের এই এক্সটেনশন। অনলাইনে থাকা যেকোনো বই, প্রতিবেদন অথবা পিডিএফ ফরম্যাটের লেখা ৩০টি ভাষায় ১৩০টিরও বেশি কণ্ঠে পড়ে শোনাতে পারে স্পিচিফাই।

২. কলবট

ইংরেজি বানান ও ব্যাকরণগত ভুল শোধরানোর জনপ্রিয় অ্যাপ গ্রামারলির মতো কাজে করতে পারে এই এক্সটেনশন। যেকোনো ইংরেজি শব্দের বানান, ব্যাকরণগত ভুল শুধরে দেওয়ার পাশাপাশি  বড় লেখার সারাংশও তৈরি করতে পারে কলবট।

৩. সাইডার

সাইডার এক্সটেনশনটি বেশ কাজের। এক্সটেনশনটি চালু থাকা অবস্থায় গুগলে কোনো তথ্য খোঁজ করলেই পাশে একটি বক্স দেখা যায়। বক্সটিতে প্রশ্ন লিখলেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবটের মাধ্যমে সেটির উত্তর জানার সুযোগ মিলে থাকে।

৪.টিল

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে কম সময়ে দ্রুত পছন্দের চাকরির সন্ধান দিতে পারে টিল এক্সটেনশন। প্রতিটি কাজের জন্য আলাদা জীবনবৃত্তান্ত তৈরিও করে দেয় এক্সটেনশনটি।

৫.বিটিরোবলক্স

ভিডিও গেম খেলার জনপ্রিয় ওয়েবসাইট রোবলক্স। অনেক গেম নির্মাতাই নিজেদের তৈরি নতুন গেম রোবলক্সে বিনা মূল্যে খেলার সুযোগ দেন। বিটিরোবলক্স এক্সটেনশনটি ওয়েবসাইটের সেরা গেমগুলো দ্রুত খুঁজে পেতে সাহায্য করে গেমারদের।

৬. বক্সেল থ্রিডি

অনলাইনে কাজ করার সময় ইন্টারনেট সংযোগে সমস্যা হলে বক্স জাম্পিং গেম খেলার সুযোগ দিয়ে থাকে বক্সেল থ্রিডি এক্সটেনশন।

৭. ট্রান্সক্রিপ্ট

যেকোনো অডিও ফাইলকে অনুবাদ করে লেখায় রূপান্তর করতে পারে ট্রান্সক্রিপ্ট এক্সটেনশন।

৮. স্ক্রাইব

আপনার বন্ধুকে অনলাইনে শেখাতে চাচ্ছেন কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়। এ ক্ষেত্রে স্ক্রাইভ এক্সটেনশনটি সহজেই আপনার কাজ করার পদ্ধতি ধারণ করে দেবে। ফলে কাজটি সম্পন্ন করার পূর্ণাঙ্গ গাইডলাইন সহজে অন্যদের জানানো যায়।

৯. ইকুয়ালাইজার ফর ক্রোম

ইউটিউব থেকে যাঁরা গান শুনে অভ্যস্ত, তাঁদের জন্য আদর্শ এক্সটেনশন এটি। গুগল ক্রোমের যেকোনো ট্যাবে চালু থাকা অডিও ফাইলের আকার পরিবর্তন করতে পারে ইকুয়ালাইজার ফর ক্রোম এক্সটেনশনটি।

১০. বানজোর

গুগল ক্রোমে নতুন কোনো ট্যাব চালু করলেই স্বাগত জানায় বানজোর এক্সটেনশন। পাশাপাশি আবহাওয়া বার্তা, সময়ও জানায় এক্সটেনশনটি।
সূত্র: বিজিআর ডটকম