প্রতিবছরের জুন মাসে প্রযুক্তিপ্রেমীদের নজর থাকে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনে। কারণ, এ সম্মেলনে একের পর এক নতুন প্রযুক্তি বা পণ্যের ঘোষণা দেয় অ্যাপল। এবারের সম্মেলনে বহুল প্রতীক্ষিত ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) এবং এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে তৈরি হেডসেট আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভিআর এবং এআর প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরির কাজ করছে অ্যাপল। এই হেডসেটে দুটি ফোরকে প্রযুক্তির মাইক্রো ও এলইডি ডিসপ্লে রয়েছে, ফলে ব্যবহারকারী চাইলেই চোখ বা হাত নড়াচড়া করে ভিডিওর বিভিন্ন দৃশ্য পরিবর্তন করতে পারবেন।
সূত্র: দ্য ভার্জ